26th February,  2025

শিবলিঙ্গে জল তো ঢালেন, সঠিক নিয়ম না মানলে রেগে আগুন হবেন মহাদেব

TV9 Bangla

Credit - PTI

মহাশিবরাত্রিতে যাঁরা উপোস করেন, তাঁরা শিবলিঙ্গে জল ঢালেন। তবে সঠিক নিয়ম না মেনে কেউ যদি বাবার মাথায় জল ঢালেন, তা হলে রেগে আগুন হন মহাদেব।

আজ, ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। সারা দেশে ধুমধাম করে পালিত হচ্ছে মহাশিবরাত্রি। এমন দিনে শিবের ভক্তরা ভক্তিভরে মহাদেবের পুজো করছেন।

ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর হলেন ত্রিদেব। আর তাঁদের মধ্যে সবচেয়ে রাগী হলেন মহাদেব। তবে তাঁকে সন্তুষ্ট করা সবচেয়ে সহজ।

শিবলিঙ্গে জল ঢালার জন্য তামা, ব্রোঞ্জ বা রুপোর পাত্র বেছে নিতে হবে। এরপর ডানহাতে পাত্র ধরে শিবলিঙ্গে জল ঢালা উচিত।

বাবার মাথায় জল ঢালার সময় ওঁ নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করতে হবে। এবং শিবলিঙ্গে জল ঢালার সময় কোনও তাড়াহুড়ো করা ঠিক নয়।

ধীরে ধীরে শিবলিঙ্গে জল ঢালতে হয়। এবং কখনও শিবের মাথায় জল ঢালার সময় দাঁড়িয়ে থাকতে নেই। ধর্মীয় বিশ্বাস দাঁড়িয়ে শিবলিঙ্গে জল ঢাললে মহাদেব রুষ্ট হন।

শিবলিঙ্গে জল ঢালার সময় ভুলেও পূর্বদিকে মুখ করে বসবেন না। উত্তর দিকে মুখ করে বসে শিবলিঙ্গে জল ঢালা শুভ বলা হয়।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা ধর্মীয় বিশ্বাস থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।