6 July 2024

ফলের কন্ডিশনার চুলকে করবে রেশমের মতো কোমল

TV9 Bangla

6 July 2024

TV9 Bangla

শ্যাম্পু করার পর অনেক মহিলাই চুলে কন্ডিশনার ব্যবহার করেন। তা করলে চুল মসৃণ ও কোমল থাকে। 

বাজারে অনেক নামীদামী ব্র্যান্ডের কন্ডিশনার পাওয়া যায়। কিন্তু এই সব প্রসাধনীতে চুলের কিছু ক্ষতিও হয়ে থাকে।

কিন্তু এই কন্ডিশনার যদি প্রাকৃতিক উপায়ে বানিয়ে নেন তাহলে তার উপকারই আলাদা। এতে চুলের ভালো হবে অনেক বেশি।

অ্যাভোকাডো ফলটি চুলের জন্য খুব ভালো। ভিটামিন বি সমৃদ্ধ এ ফল ব্লেন্ডারে বেঁটে পেস্ট করে নিন। তার পর টক দই বা জল মেশান তাতে।

এই মিশ্রণ চুলে লাগিয়ে ১৫-২০ মিনিট রাখবেন। তার পর ধুয়ে ফেলবেন।

রুক্ষ, শুষ্ক চুলে প্রাণ ফেরাতে দারুণ কার্যকরী কলা। ভালো করে কলা চটকান। তাতে মধু আর দুধ দিন।

এই ঘরোয়া কন্ডিশনার চুলে ১৫-২০ মিনিট লাগিয়ে রাখবেন। চুল নরমের পাশাপাশি সুগন্ধী হয়ে উঠবে।  

চুল রেশমের মতো ঝলমলে আর মসৃণ করে তুলতে স্ট্রবেরি ও মেয়োনিজ ব্লেন্ড করে নিন। তারপর এই মিশ্রণটা ভেজা চুলে মাসাজ করুন। তার পর ধুয়ে ফেলুন।