27 February 2024
ব্রেকফাস্ট সারুন কলার জ্যাম মিল্কশেকে
credit: istock
TV9 Bangla
ব্রেকফাস্টে একঘেয়ে খাবার আর ভাল লাগে না? তার উপরে অফিসের তাড়াহুড়োর মধ্যে ঠিকমতো ব্রেকফাস্ট করতে পারেন না।
পেটপুরে প্রোটিন ও ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে চাইলে বানানা জ্যাম মিল্কশেক ট্রাই করতে পারেন।
একমিনিটের মধ্যেই বানিয়ে ফেলতে পারবেন এই প্রোটিন মিল্কশেক। এই স্বাস্থ্যকর ও সুস্বাদু মিল্কশেক বানাবেন কীভাবে?
কী কী লাগবে এই মিল্কশেক বানাতে? রোস্টেড বাদাম (খোসা ছাড়ানো), পাকা কলা, চামচ জ্যাম, পাউডারড সুগার, এলাচের পাউডার।
এবার দেখে নেওয়া যাক কীভাবে বানাবেন? সব উপকরণ একটি গ্রিন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিন।
তাতে এক স্কুপ ভ্যানিলা আইস ক্রিম, এককাপ কাচা দুধ, ৪-৫টি আইস কিউব দিয়ে ফের একবার ভাল করে ব্লেন্ড করুন।
মিল্কশেক বানানো হয়ে গেলে একটি সুন্দর গ্লাসে ঢেলে নিন। পরিবেশনের সময় একটি মিন্ট পাতা , ড্রাই ফ্রুটস কুঁচনো, কাজু বাদাম ছড়িয়ে দিতে পারেন।
দিনভর আপনি যা খাবেন, তার উপরই আপনার শরীর কেমন থাকবে, তা নির্ভর করে। ফলে ডায়েটে নজর দিন।
আরও পড়ুন