4 July 2024
বাসি ভাত ফেলে না দিয়ে মাথায় মাখুন
credit: istock
TV9 Bangla
কে-বিউটিতে জয় জয়কার রাইস ওয়াটারের। চাল ভেজানো জল দিয়ে মুখ পরিষ্কার করছেন অনেকে। এমনকি চুলেও স্প্রে করছেন এই জল।
চুলের যত্নে রাইস ওয়াটারের থেকেও বেশি উপকারী ভাত। তাও বাসি ভাত। বাসি ভাতের মধ্যেই লুকিয়ে রয়েছে সুন্দর ও লম্বা চুলের রহস্য।
চাল ধোয়া জলের পাশাপাশি মাথায় মাখতে পারেন বাসি ভাতের হেয়ার প্যাক। এটি চুলকে মসৃণ করে তোলে এবং গোড়া মজবুত করে।
দু'মুখো চুলের সমস্যা, শুষ্ক চুলে নাজেহাল, চুল পড়া এমন নানা ধরনের সমস্যা দূর করতে উপযোগী বাসি ভাতের তৈরি হেয়ার মাস্ক।
বাসি ভাতের তৈরি হেয়ার মাস্ক স্ক্যাল্পেরও খেয়াল রাখে। স্ক্যাল্পের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখে। খুশকি প্রতিরোধ করে।
চুলের ফলিকলকে মজবুত করতে বাসি ভাতের জুড়ি মেলা ভার। সপ্তাহে একদিন ভাতের তৈরি হেয়ার মাস্ক মাখলেই উপকার পাবেন।
১/৪ কাপ বাসি ভাত চটকে মেখে নিন। এতে অ্যালোভেরা জেল, আমন্ডের তেল ও ২-৩ ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন।
এই হেয়ার মাস্ক চুল ও স্ক্যাল্পে ভাল করে লাগিয়ে নিন। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। এতেই পাবেন আপনি মনের মতো চুল।
আরও পড়ুন