20 March 2024
এই পাতাই ত্বকে আনবে সতেজতা
credit: istock
TV9 Bangla
যতই ব্র্যান্ডেড প্রসাধনী দিয়ে ব্যবহার করুন না কেন, প্রাকৃতিক উপাদানই ত্বকের জন্য সেরা। ত্বক ক্ষতি হওয়ার সম্ভাবনা কম।
বাড়িতে যেমন ফেসপ্যাক বানিয়ে ব্যবহার করেন, একইভাবে হার্বাল টোনার বানিয়েও মুখে মাখতে পারেন। কীভাবে বানাবেন, রইল টিপস।
২ কাপ ফুটন্ড জলে ১ কাপ পুদিনা পাতা কুচি মিশিয়ে কম আঁচে রেখে দিন। এবার মিশ্রণটি ঠান্ডা হয়ে গেলে ছেঁকে নিয়ে ফ্রিজে তুলে রাখুন।
রোদে পোড়া ত্বকের উপর স্প্রে করুন পুদিনা পাতার টোনার। এই টোনার ত্বকের উপর সতেজতা এনে দেবে, কমাবে ব্রণর সমস্যাও।
পুদিনা পাতার বদলে তুলসি পাতা ব্যবহার করে একইভাবে বানিয়ে নিতে পারেন টোনার। তুলসি পাতার টোনারও ত্বকের জন্য উপকারী।
ব্রণর সমস্যায় ভুগলে নিম পাতার টোনার বানিয়ে নিতে পারেন। পুদিনা ও তুলসি পাতার সঙ্গে নিম পাতা জলে ফুটিয়ে নিলেই কাজ শেষ।
১ কাপ গোলাপ জলের সঙ্গে ১/৩ চা চামচ কর্পূর মিশিয়ে বোতলে ভরে নিন। এই টোনার ফ্রিজে রেখে ৩-৪ সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারেন।
২ কাপ জলে ১টি গ্রিন টি-এর ব্যাগ ডুবিয়ে চা বানিয়ে নিন। এই চা-ই টোনারের বোতলে ভরে মুখে স্প্রে করুন। এটি ত্বককে সতেজ রাখবে।
আরও পড়ুন