1 March 2024

রেস্তরাঁর চিকেন চাপ বানান বাড়িতেই

credit: istock

TV9 Bangla

বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন চিকেন চাপ। তার জন্য আপনার প্রয়োজন ৫০০ গ্রাম চিকেনের জন্য প্রয়োজন ৫০ গ্রাম কাজু।                                                    

এছাড়া ২০ গ্রাম চারমগজ দানা, ১-২ চামচ পোস্ত, দারুচিনি, বড় এলাচ ১ টি খোলা বাদে, সামান্য জায়ফল, ছোট এলাচ ৪-৬ টি।                                                    

১ চামচ জিরে, ১ চামচ লঙ্কা গুঁড়ো, টক দই ১০০ গ্রাম, বেসন ৩-৪ চামচ, এক চামচ ঘি, পেঁয়াজ ২ টি ,আদা ১ চামচ, রসুন ১ চামচ।                                                    

কাঁচালঙ্কা ২-৪ টি, তেল ৩-৪ চামচ, ঘি ১ চামচ, পরিমাণ মতো লবণ ও ১ চামচ চিনি।                                                    

এবার প্রথমে তেলে একটু লাল করে মাংস ভেজে নিন। এবার পাত্রে থাকা তেলে ঘি দিয়ে পেঁয়াজ আদা রসুন ও কাঁচালঙ্কা বাটা ভেজে নিন।                                                    

তেল ছেড়ে এলে নুন, চিনি দিন। এর পর এক এক করে বেসন, টকদুই, কাজু পোস্ত ও মগজ দানা বাটা দিয়ে ভাল করে ভেজে নিন।                                                    

এরপর গুঁড়িয়ে রাখা মশলা দিয়ে ভাল করে মিশিয়ে। কিছু ক্ষণ পর জল দিয়ে ভাজা মাংস ঢেলে সিদ্ধ করুন।                                                    

পাশাপাশি, আরও একাধিক উপকারিতার ভান্ডার এই সবজি। এমনটাই বলছেন পুষ্টিবিদ বিশেষজ্ঞরা।