face pack
insomnia 3

04 April, 2024

১ চামচ দই দিয়ে ফেরান ত্বকের কোমলতা

credit: istock

image

TV9 Bangla

face pack (1)

গরমে সুস্থ থাকার জন্য টক দই খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কিন্তু ত্বককে সতেজ রাখার জন্য কি টক দই মাখার সাজেশন পেয়েছেন?

face pack (2)

রোদের তেজ যে পরিমাণ বেড়েছে, এই ৪০ ডিগ্রিতে রাস্তায় বেরোলে ট্যান পড়তে বাধ্য। আর এই রোদে পোড়া দাগ তোলা বেশ ঝামেলার কাজ।

face pack (3)

রোদে বেরিয়ে যখন মুখ ঝলসে যায়, জেল্লা নষ্ট হয়ে যায়, তখনই ত্বকের যত্নে আসে টক দই। এই গরমে টক দই-ই একমাত্র ভরসা।

ত্বকের জেল্লা ফেরানো থেকে শুরু করে ট্যান দূর করতে সহায়ক টক দই। এই উপাদান ত্বকের উপর এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে।

টক দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড রয়েছে, যা মৃত কোষ অপসারণে সহায়তা করে। দই মাখলে ব্রণ, তৈলাক্ত ভাবও কমে যায়।

দু'চামচ টক দইয়ের সঙ্গে বেসন ও এক চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে নিন। এবার এই ফেসপ্যাক পরিষ্কার ত্বকের উপর লাগিয়ে নিন।

ফেসপ্যাক শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর হালকা হাতে স্ক্রাব করে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ দিন টোটকা কাজে লাগান।

হাতের কাছে বেসন-হলুদ না থাকলে শুধু টক দই-ই আপনি সরাসরি মুখে লাগাতে পারেন। এতেও ট্যান থেকে ব্রণ সব দূর হয়ে যাবে এক নিমেষে।