04 April, 2024

সামার স্পেশ্যাল ময়েশ্চারাইজার বাড়িতেই বানান

credit: istock

TV9 Bangla

৪০ ডিগ্রিতে বাইরে বেরোনো বেশ কষ্টকর। তার সঙ্গে রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। কিন্তু কাজ থাকলে রোদে না বেরিয়ে উপায় নেই কোনও।

সানস্ক্রিন ছাড়া এক মুহূর্তও রোদে থাকা উচিত নয়। কিন্তু তাতেও ত্বককে দূষণ, ধুলোবালি, ঘামের হাত থেকে রক্ষা করা যায় না।

রোদ থেকে বাড়ি ফিরেই আবার এসি চালিয়ে দেন। শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে থাকলে আরও চাপ পড়তে থাকে ত্বকের উপর।

এসব সমস্যার হাত থেকে ত্বককে বাঁচাতে পারে একমাত্র ময়েশ্চারাইজার। হ্যাঁ, গরমকালেও ত্বকের ময়েশ্চারাইজার মাখা দরকার।

ময়েশ্চারাইজার নিয়ে অনেকের অভিযোগ থাকে। তাই হালকা ও অয়েল-ফ্রি ময়েশ্চারাইজার বাড়িতেই বানিয়ে ফেলুন ভেষজ উপাদান দিয়ে। 

ছাদবাগানের অ্যালোভেরা গাছ থেকে একটা পাতা কেটে আনুন। এবার সেই পাতা থেকে অ্যালোভেরার নির্যাস বের করে ব্লেন্ড করে নিন। 

বাজারচলতি অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন। জলের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে মাইক্রোওয়েভে ৩০ সেকেন্ড গরম করে নিন। 

অ্যালোভেরার মিশ্রণ ঠান্ডা হয়ে গেলেই তৈরি ময়েশ্চারাইজার। শুষ্ক ত্বক হলে এই মিশ্রণের সঙ্গে মধু মিশিয়েও মুখে মাখতে পারেন।