Tandoori Pomfret 9
insomnia 3

28 March 2024

সন্ধ্যে জমান তন্দুরি পমফ্রেটে

credit: istock

image

TV9 Bangla

Tandoori Pomfret 8

তন্দুরি বলতে প্রথমে চিকেনের কথা মাথায় আসে ঠিকই। কিন্তু চাইলেই আপনি বাড়িতে বানাতে পারেন তন্দুরি পমফ্রেট।                          

Tandoori Pomfret 3

এর জন্য প্রথমে পমফ্রেট মাছ ভাল করে ধুয়ে উভয় পিঠে ছুরি দিয়ে আলতো করে কেটে নিন। এতে ভিতরে মশলা ঢুকবে।                          

Tandoori Pomfret 4

এবার মাছটি নুন, হলুদ গুঁড়ো, আদা-রসুন পেস্ট, লেবুর রস, এক চামচ কাশ্মীরি লঙ্কা পেস্ট দিয়ে মাখিয়ে রাখুন ১৫ মিনিট।                          

তারপর একটি বাটিতে দই, জোয়ান, দুই চামচ কাশ্মীরি লঙ্কা পেস্ট নিন।                          

তাছাড়া লাগবে আদা-রসুন পেস্ট, লেবুর রস, জোয়ান, গরম মশলা গুঁড়ো, বেসন। এসব সব নিয়ে মাখিয়ে নিন।                          

মাছের কাটা জায়গাগুলোতেও মশলা একটু করে ঢুকিয়ে দেবেন। এতে স্বাদ ভাল আসবে।                          

তারপর বেকিং ট্রে-তে সামান্য তেল দিয়ে তার ওপর মাছ ১৫ মিনিট রেখে দিন। মাইক্রোভেনে ২০০ ডিগ্রি সেন্টিগ্রেডে ১৫-২০ মিনিট রোস্ট করুন।                          

ওভেন থেকে বার করে মাছের ওপরে হালকা করে বাটার লাগিয়ে, ওপরে চাট মশলা ছড়িয়ে দিন। তৈরি সুস্বাদু তন্দুরি পমফ্রেট।