15 July 2024
বৃষ্টিতেও ঠিক থাকবে মেকাপ, মেনে চলুন এই টিপস
credit: istock
TV9 Bangla
বিয়েবাড়ি বা অন্য কোনও অনুষ্ঠান হোক বা অফিস পার্টি, মেকাপ ছাড়া যেন চলে না! তবে বর্ষাকালে মেকাপ ধুয়ে যাওয়ার ভয় থাকে।
বর্ষাকালে এমন মেকাপ করা উচিত, যা বৃষ্টিতে বা ঘামে ধুয়ে হয়ে না যায়।
বর্ষাকালে মেকাপ ঠিক রাখার জন্য প্রথমে ম্যাটিফাইং প্রাইমার ব্যবহার করুন। এতে মেকাপ বেস দীর্ঘস্থায়ী এবং ওয়াটার প্রুফ হবে।
বর্ষাকালে আর্দ্রতা এড়াতে এবং ত্বক উজ্জ্বল রাখতে মেকাপ করার সময় টিন্ট ব্যবহার করতে পারেন।
বর্ষাকালে সবসময় ওয়াটার প্রুফ আই-মেকাপ ব্যবহার করুন। অর্থাৎ ওয়াটার প্রুফ আইলাইনার, মাসকারা চোখে লাগান, দীর্ঘস্থায়ী হবে।
চোখের মতো ঠোঁটের মেকাপও ঠিক রাখতে ওয়াটার প্রুফ লিপস্টিক লাগান। গ্লসি লিপস্টিকের বদলে ম্যাট লিপস্টিক ব্যবহার করুন।
বৃষ্টিতেও মেকাপ ঠিক রাখার জন্য মেকাপের শেষে সেটিং পাউডার ব্যবহার করতে পারেন। তাহলে মেকাপ দীর্ঘক্ষণ ঠিক থাকবে।
বিশেষজ্ঞের মতে, বর্ষাকালে ত্বক উজ্জ্বল ও সতেজ রাখতে যতটা সম্ভব কম মেকাপ ব্যবহার করুন। তাহলে ত্বকের ছিদ্রগুলি বন্ধ হবে না এবং ত্বক উজ্জ্বল থাকবে।
আরও পড়ুন