বৃষ্টিতেও মেকাপ নষ্ট হবে না, এই টিপসগুলি মাথায় রাখুন
credit: istock
TV9 Bangla
গরম হোক বা বর্ষা, অনেকেই মেকাপ করতে ভালবাসে। প্রতিদিন অফিসে যাওয়ার সময়ও মেকাপ করে। কিন্তু, বর্ষার সময় মেকাপ ধরে রাখা মুশকিল।
বর্ষাকালে মেকাপ করে বাড়ি থেকে বেরোলেও হঠাৎ করে বৃষ্টি শুরু হলে মেকাপ ধুয়ে যেতে পারে। তখন মুখ-চোখের খুব বাজে অবস্থা হতে পারে।
বর্ষাকালে এমন মেকাপ করা উচিত, যা বৃষ্টিতেও ধুয়ে যাবে না। এই টিপস মেনে চললে বৃষ্টিতেও মেকাপ থাকবে অটুট।
মেকাপ স্থায়ী করার জন্য বেস ঠিক হওয়া জরুরি। তাই মেকার করার অন্তত ১৫ মিনিট বরফ দিয়ে মুখে ম্যাসাজ করুন।
বর্ষাকালে তৈলাক্ত ফাউন্ডেশন, ভারী ময়শ্চারাইজার ও অতিরিক্ত ক্রিম ভিত্তিক প্রসাধনী ব্যবহার করবেন না। ম্যাট বেসড বা পাউডার ও জেল ময়শ্চারাইজার ব্যবহার করুন।
বর্ষাকালে মেকাপ স্প্রে ব্যবহার করতে পারেন, তাহলে মেকাপ স্থায়ী হবে। তবে স্প্রে করার সময় সেটা যেন চোখে ঢুকে না যায়।
বর্ষাকালে ওয়াটার প্রুফ কাজ ও আইলাইনার ব্যবহার করুন। তাহলে সেটা বৃষ্টিতেও ধুয়ে যাবে না।
বর্ষাকালে ম্যাট লিপস্টিক ব্যবহার করুন। তাহলে এটা দীর্ঘস্থায়ী হবে ও বৃষ্টির জল লাগলেও ঘেঁটে যাবে না।