31 MAY 2025

এই গরমেও সারাদিন রোদে ঘুরলেও কিচ্ছু হবে না মেকআপের! রইল ম্যাজিক টিপস

credit:TV9

TV9 Bangla

গরমকালে ঘাম ও তাপে মেকআপ গলে যাওয়া খুব সাধারণ সমস্যা। তবে কিছু সহজ কৌশল মেনে চললে গরমেও মেকআপ ঠিক রাখা সম্ভব।

মেকআপ করার আগে ত্বকে ভালো মানের ম্যাটিফায়িং প্রাইমার লাগান। এটি ত্বকের উপর একটি স্লিপারি বেস তৈরি করে, যার ফলে ফাউন্ডেশন ও অন্যান্য প্রোডাক্ট দীর্ঘক্ষণ টিকে থাকে।

গরমে ভারী ফাউন্ডেশন ঘাম বা তেলের সঙ্গে মিশে গলে যেতে পারে। তাই ওয়াটার-বেইজড বা অয়েল-ফ্রি হালকা ফাউন্ডেশন ব্যবহার করুন।

ফাউন্ডেশন সেট করার জন্য লুজ বা কম্প্যাক্ট পাউডার ব্যবহার করলে ঘামের মধ্যে মেকআপ গলে না এবং দীর্ঘস্থায়ী হয়।

মাস্কারা, আইলাইনার, এমনকি লিপস্টিকও ওয়াটারপ্রুফ হওয়া উচিত, যাতে ঘাম বা জল লাগলেও তা ছড়িয়ে না পড়ে।

মাঝেমধ্যে ত্বকে ঘাম বা তেল জমলে টিস্যু না ব্যবহার করে ব্লটিং পেপার ব্যবহার করুন। এটি ত্বক থেকে তেল শোষে নেয়, কিন্তু মেকআপ নষ্ট করে না।

মেকআপ শেষে সেটিং স্প্রে ব্যবহার করলে মেকআপ লক হয়ে যায় এবং তা দীর্ঘক্ষণ ধরে থাকে।

মুখে ঘাম জমলে হাত দিয়ে না মুছে ধীরে ব্লটিং পেপার দিয়ে শোষে নিন। বারবার মুখে হাত দিলে মেকআপ ছড়িয়ে পড়ে।