21 February 2024
ঠোঁটের যত্ন নিন লিপ অয়েল দিয়ে
credit: istock
TV9 Bangla
লুজ় পাউডার থেকে লিপ টিন্ট মেকআপ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলতেই থাকে। তেমনই আজকাল চর্চায় রয়েছে লিপ অয়েল।
সোশ্যাল মিডিয়ার দৌলতে মানুষের মধ্যে লিপ অয়েল বেশ জনপ্রিয় হয়ে উঠছে। আপনি কি এই লিপ অয়েলের ব্যবহার ও উপকারিতা জানেন?
ফাটা ঠোঁটের যত্নে এতকাল পেট্রোলিয়াম জেলির রমরমা ছিল। এখন সেই জায়গা দখল করেছে লিপ গ্লস। এবার তাকেও টক্কর দিচ্ছে লিপ অয়েল।
শুষ্ক ঠোঁটের যত্নে লিপ অয়েল ব্যবহার করুন। লিপ অয়েল ঠোঁটের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। এটি ফাটা ঠোঁটের যত্ন নেয়।
নানা কারণে ঠোঁটে কালচে ছোপ পড়ে। রাতে ঘুমোতে যাওয়ার আগে ঠোঁটে নিয়মিত লিপ অয়েল মাখুন। এতে ঠোঁটের গোলাপি আভা ফিরে পাবেন।
নিয়মিত ঠোঁটে লিপ অয়েল মাখলে মৃত কোষ পরিষ্কার হয়ে যায়। এতে ঠোঁট নরম ও কোমল থাকে। এতে ঠোঁটের ছালও ওঠে না।
লিপ গ্লস ও লিপ বামের পরিবর্তে আপনি লিপ অয়েল ব্যবহার করতে পারেন। পাশাপাশি বাড়িতেই লিপ অয়েল বানাতে পারেন। কীভাবে, দেখে নিন।
৬-৭ ফোঁটা ক্যাস্টর অয়েল, জোজোবা অয়েল ও র্যাশবেরি সিড অয়েল একসঙ্গে মিশিয়ে নিন। এতে ৩ ফোঁটা ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে বানিয়ে ফেলুন লিপ অয়েল।
আরও পড়ুন