22 April, 2024

গরমে ময়েশ্চারাইজার ব্যবহার করছেন তো?

credit: istock

TV9 Bangla

অসহ্যকর গরমে ত্বকের অবস্থা বেহাল। ঘামে ত্বক চটচট করছে। রোদে বেরোলে সানস্ক্রিন মাখতেই হচ্ছে। ময়েশ্চারাইজারও মাখছেন তো?

গরমকাল পড়লেই অনেক ময়েশ্চারাইজার থেকে মুখ ফিরিয়ে নেন। কিন্তু ত্বকের যত্ন নিতে গেলে নিয়ম করে ময়েশ্চারাইজার মাখা জরুরি।

ময়েশ্চারাইজার ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। সকালে সানস্ক্রিন মাখার আগে ময়েশ্চারাইজার মাখা জরুরি। তবেই কমবে ত্বকের সমস্যা।

গরমে সবসময় অয়েল-ফ্রি ময়েশ্চারাইজার বেছে নিন। হাতের কাছে পছন্দমতো ময়েশ্চারাইজার না পেলে বাড়িতেও বানিয়ে নিতে পারেন।

ঘরে অ্যালোভেরার গাছ থাকতে বাইরে থেকে ময়েশ্চারাইজার কিনবেন কেন? বাড়িতেই বানিয়ে ফেলুন অ্যালোভেরার ময়েশ্চারাইজার।

অ্যালোভেরার মধ্যে ভিটামিন এ, সি, ই, বি১২ ও অ্যামিনো অ্যাসিড রয়েছে, যা ত্বকের স্বাস্থ্য গঠনে বিশেষ সাহায্য করে। বাড়ায় ত্বকের জেল্লা।

একটি তাজা অ্যালোভেরার পাতা কেটে নিন। এর থেকে জেল বের করে ব্লেন্ডারে পেস্ট করে নিন। তৈরি ভেষজ অ্যালোভেরার জেল।

ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে হোমমেড অ্যালোভেরার জেল মুখে মেখে নিন। এটি ২০ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখবে।