7 March 2024
বাড়িতেই কীভাবে বানাবেন মকটেল? রইল রেসিপি
credit: istock
TV9 Bangla
গ্রীষ্মকাল পড়েনি। কিন্তু, এখনই রোদে, ঘামে নাজেহাল অবস্থা। প্রচণ্ড গরম থেকে ফিরে যদি মকটেল পাওয়া যায়, তাহলে তো কথাই নেই!
বাড়িতে অতিথি এলেও একঘেয়ে আমপোড়া বা লেবুর শরবতের বদলে মকটেল দিন। রইল বাড়িতে ম্যাঙ্গো জুলিয়াস মকটেল বানানোর রেসিপি।
ম্যাঙ্গো জুলিয়াস মকটেলের জন্য লাগবে আমের রস, লিকুইড দুধ, ভ্যানিলা এক্সট্র্যাক্ট, চিনি, ভ্যানিলা আইসক্রিম এবং আইস কিউব।
ম্যাঙ্গো জুলিয়াস মকটেল বানানো খুবই সহজ। কেবল সমস্ত উপকরণ পরিমাণ মতো দিয়ে ভাল করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এটি।
১ কাপ আমের রস নিলে তার সঙ্গে প্রয়োজন হাফ কাপ দুধ, ১ চা চামচ ভ্যানিলা এক্সট্র্যাক্ট, ১ স্কুপ ভ্যানিলা আইসক্রিম এবং পরিমাণ মতো চিনি।
প্রথমে আমের রসের সঙ্গে দুধ, ভ্যানিলা এক্সট্র্যাক্ট এবং চিনি ভাল করে মিশিয়ে নিন। সাধারণত ২ টেবিল চামচ চিনি দিতে পারেন।
এবার ওই মিশ্রণে ১ স্কুপ ভ্যানিলা আইসক্রিম দিয়ে মিশিয়ে নিন। মকটেলে ভ্যানিলার বদলে টু-ইন-ওয়ান আইসক্রিমও মেশাতে পারেন।
এবার মিশ্রণটি সুন্দর একটি কাচের গ্লাসে ঢেলে উপর থেকে বরফ কুচি দিন। গ্লাসে উপর থেকে ভেজানো কিসমিস বা কেশর ছড়িয়েপরিবেশন করুন।
আরও পড়ুন