শুধু শিবের মাথায় জল ঢাললেই হল না! সমস্যা অনুসারে উচ্চারণ করতে সঠিক মন্ত্র, তবেই হবে সমাধান
Credits:, Getty Images
TV9 Bangla
হিন্দি ক্যালেন্ডার অনুসারে শ্রাবণ মাস শুরু হয়েছিল আগেই। এবার শুরু হয়ে গিয়েছে বাংলা ক্যালেন্ডার অনুসারে শ্রাবণ মাসেরও। সামনে সোমবারই সেই হিসাবে প্রথম সোমবার। এমনিতেই সোমবার বাবা ভোলেনাথের উপাসনার আদর্শ দিন।
আবার শ্রাবণ মাস মানেই শিবের মাস। কথায় বলে এই সময় নিয়ম মেনে শিব ব্রত পালন করলে তুষ্ট হন বাবা ভোলেনাথ। তাঁর আশির্বাদেই পূর্ণ হয় সব মনবাঞ্ছা।
এই গোটা মাস জুড়ে অনেকেই নিরামিষ খাওয়ার খান। অনেকে আবার ব্রত পালনের দিনটা জুড়ে থাকেন উপোস। তারপর বাবার মাথায় জল ঢেলে তবে পেটে কিছু দেন।
কিন্তু শুধু তো জল ঢাললেই হল না। কীভাবে জল ঢালছেন সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আরও ভালভাবে বললে কী মন্ত্রোচ্চারণ করছেন। আসলে আপনি মহাদেবের কাছে কী প্রার্থনা করছেন তার জন্য রয়েছে আলাদা আলাদা মন্ত্র।
"ওঁ পশুপতায়ঃ নমঃ" এই মন্ত্র জপ করলে, মহাদেব পশুপতি বেশে এসে আপনার কর্মফল সংক্রান্ত সমস্যার মীমাংসা করেন। বাঁধা দূর করেন। ফলে প্রেমের সম্পর্কের উন্নতি হয়। টক্সিক পার্টনারদের থেকে আপনাকে দূরে রাখে।
"ওঁ সোমায় নমঃ"। এই মন্ত্র জপ করলে মহাদেব সোমনাথের রূপে আসেন। প্রেমভাঙা বা অন্য কোনও কারণে মনে কষ্ট থাকলে, অবসাদ এবং মনের অস্থিরতা থেকে মুক্তি দেয়।
"ওঁ রুদ্রায় নমঃ"। এই মন্ত্র জপ করলে, রুদ্ররূপে এসে মহাদেব আপনার জীবন থেকে কালো ছায়া, কালা জাদুর প্রভাব থেকে মুক্তি দেয়। তাঁরই সঙ্গে শত্রুর হাত থেকে, আইনগত কোনও সমস্যা থাকলে, ক্রনিক কোনও অসুখ তার থেকেও মুক্তি দেন।
"ওঁ হিং নমঃ শিবায়"। এই মন্ত্র জপ করলে, সেই ইচ্ছা পূর্ণ হয় যা একদিন হয়তো আপনার অসম্ভব বলে মনে হত। তবে এই মন্ত্র তখন উচ্চারণ করা উচিত যখন আপনি জীবনে কোনও বড় বিপদে পড়েছেন। যেমন ক্যানসারের শেষ স্টেজ বা আরও বড় কোনও বিপদ।