7 June 2024

ডাল দিয়ে তুলুন মুখের দাগছোপ

credit: istock

TV9 Bangla

ত্বকের সমস্যা যেন পিছু ছাড়তে চায় না। কখনও ব্রণর ফোলাভাব সৌন্দর্য কেড়ে নেয়, আবার কখনও ট্যান পড়ে ত্বকের বারোটা বাজে।

ত্বকের পরিচর্যায় রাসায়নিক পণ্যযুক্ত প্রসাধনী ব্যবহারের বদলে প্রাকৃতিক উপাদানের সাহায্য নিন। মা-ঠাকুমারাও কিন্তু তা-ই করতেন।

ভ্যাপসা গরমে নিখুঁত ত্বক পেতে মুসুর ডাল দিয়ে রূপচর্চা করুন। এই ডালে থাকা ভিটামিন ও মিনারেল ত্বকের স্বাস্থ্য উন্নত করে।

মুসুর ডাল ত্বককে এক্সফোলিয়েট করে। ত্বক থেকে মৃত কোষ, ব্যাকটেরিয়ার, ময়লা পরিষ্কার করে দেয়। এতেই কমে ত্বকের সমস্যা।

মুসুর ডালের মধ্যে ভিটামিন বি, সি এবং ই, আয়রন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম রয়েছে, যা ত্বককে ব্রণ, দাগছোপ, বলিরেখা থেকে দূরে রাখে।

মুসুর ডালের মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে, যা ত্বকের প্রদাহ কমায়, বার্ধক্য প্রতিরোধ করে এবং ত্বককে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। 

নিয়মিত মুখে মুসুর ডাল মাখলে এটি নতুন কোষ গঠনে সাহায্য করে। মুসুর ডাল জলে ভিজিয়ে মিহি করে বেটে ফেসপ্যাক বানান।

মুসুর ডালের পেস্টে মধু মিশিয়ে মুখে মাখুন। ১০-১৫ মিনিট রাখুন। এরপর হালকা হাতে স্ক্রাব করে মুখ ধুয়ে ফেলুন। এতেই পাবেন উজ্জ্বল ত্বক।