এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম কোনটি জানেন? রয়েছে ভারতেই
Credit - Getty Images
TV9 Bangla
পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকতে কে না পছন্দ করেন। পাহাড়ি এলাকার নানা জায়গা খুব পরিষ্কার। যখন ভ্রমণপ্রেমীরা সেখানে যান, মন জুড়িয়ে যায়।
এশিয়ার একটি খুবই পরিষ্কার ও পরিচ্ছন্ন গ্রাম রয়েছে। আর সেটি রয়েছে ভারতেই। জানেন কী নাম ওই গ্রামের? মাওলিনং।
এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম হল মেঘালয়ের মাওলিনং। ডিসকভার ইন্ডিয়া ম্যাগাজিন ২০০৩ সালে মাওলিনংকে এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম হিসেবে ঘোষণা করেছিল।
মাওলিনং গ্রামটি মেঘালয়ের পূর্ব খাসি পাহাড় জেলায় অবস্থিত। শিলং থেকে মাওলিনং গ্রামের দূরত্ব প্রায় ৯০ কিলোমিটার।
মাওলিনং গ্রামকে ঈশ্বরের নিজস্ব বাগানও বলা হয়। পরিবেশ বান্ধব জীবনযাপনের জন্য মাওলিনং গ্রাম খুবই পরিচিত। মাওলিনং গ্রাম ভারতের জনপ্রিয় পর্যটন গন্তব্য।
মেঘালয়ের মাওলিনং গ্রামের এক বিশেষত্ব রয়েছে। এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন এই গ্রামে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে সামিল না হলে খাবার পাওয়া যায় না।
এশিয়ার সবচেয়ে পরিষ্কার ও পরিচ্ছন্ন গ্রাম মাওলিনং-এ ধূমপান ও প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ। এখানকার সৌন্দর্য ভ্রমণপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করে।
সবুজে ঘেরা এশিয়ার সবচেয়ে সবচেয়ে পরিষ্কার গ্রাম মাওলিনংয়ের বাসিন্দাদের উপার্জনের প্রধান উৎস কৃষিকাজ। সুপারি তার মধ্যে প্রধান ফসল।