আল্লাহর খুব প্রিয়, এই ৬ জনের দোয়া তিনি কখনও ফেরান না!
credit:Getty Omages
TV9 Bangla
আল্লাহর কথা পৃথিবীতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ দিয়েছেন প্রফেট মহম্মদ নবির উপরে। তিনি আমাদের জানিয়েছেন ৬ ব্যক্তির দোয়া কখনও ফেরান না আল্লাহ। সব সময় তাঁদের প্রার্থনা কবুল করেন। কারা তাঁরা?
হাদিসে বর্ণিত আছে রোগাক্রান্ত ব্যক্তির দোয়া আল্লাহর কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। তাই কোনও রোগী যদি তোমার জন্য দোয়া করে তাহলে সবার আগে তা আল্লাহ শুনবেন। একে ফেরেশতাদের দোয়া বলেও মনে করা হয়।
রোজাদারের দোয়া অত্যন্ত পবিত্র এবং কার্যকর বলে মনে করা হয়। কথায় আছে ইফতারের সময় রোজাদারের দোয়া ফেরান না আল্লাহ।
সন্তানের জন্য করা পিতার দোয়াকে অত্যন্ত কার্যকর বলে মনে করা হয়। কথায় বলে, তিনজনের দোয়া নিশ্চিতভাবে কবুল হয়। মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া ও পিতার সন্তানের জন্য দোয়া।
কারও অনুপস্থিতে তাঁর জন্য কোনও বুক্তি দোয়া করলে তাও পূরণ হয় বলে মনে করা হয়। একেও ফেরেশতার দোয়া হিসাবে গণ্য করা হয়।
অন্যায়ভাবে কেউ বড় ক্ষতির সম্মুখীন হলে আল্লাহ তাঁর প্রতি সহানুভূতিশীল হয়। তাঁর দোয়া কবুল করেন আল্লাহ। এই ব্যক্তিকে মজলুম বলে। মনে করা হয় মজলুম এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা নেই।
মুসারিফের দোয়া অত্যন্ত শক্তিশালী বলে মনে করা হয়। ইসলাম মতে এই দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য। হাদিস অনুসারে রাতের শেষ প্রহর, ফজরের আগের সময় দোয়া করার জন্য আদর্শ।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা ধর্মীয় বিশ্বাস থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।