২০২৩ সালের জনগণনা বলছে পাকিস্তানে এই মুহূর্তে সর্ববৃহৎ সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু। গোটা দেশে ২৪ কোটির মধ্যে ৫২ লক্ষ হিন্দু। যা মোট জন সংখ্যার ২.১৭ শতাংশ।
এই গুটিকয়েক হিন্দুদের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি কে জানেন? ভারতে তো অম্বানি, আদানি অনেকেই আছেন। কিন্তু পাকিস্তানের সবচেয়ে ধনী হিন্দু কে জানেন?
২০২৩ সালে প্রকাশিত জন গণনার তথ্য অনুসারে দীপক পারওয়ানি হলেন সেই ব্যক্তি। দীপক পেশায় একজন অভিনেতা এবং ফ্যাশন ডিজাইনার। কত টাকার মালিক তিনি?
১৯৭৪ সালে সিন্ধ প্রদেশের মিরপুর খাস শহরে জন্ম তাঁর। প্রথম লাইম লাইটে আসেন ১৯৯৬ সালে। নিজের অত্যন্ত সুন্দর কৌচার হাউস 'ডিপি' প্রতিষ্ঠা করার পর।
দেশ-বিদেশে নিজের কাজের স্বীকৃতি হিসাবে বহু অ্যাওয়ার্ড পেয়েছেন দীপক। ২০১৪ সালে বুলগেরিয়ান ফ্যাশন অ্যাওয়ার্ডে ষষ্ঠ সেরা ফ্যাশন ডিজাইনার হিসাবে স্বীকৃতি পান তিনি।
বিশ্বের দীর্ঘতম কুর্তা বানানোর জন্য গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম তুলেছেন তিনি। বিখ্যাত গীতিকার জাভেদ আখতার এবং বলি অভিনেত্রী শাবানা আজমির জন্য পোশাক ডিজাইন করেছেন দীপক।
পাকিস্তানি হিন্দুদের মধ্যে ধনীতম ব্যক্তি দীপক। ২০২২ সালের একটি রিপোর্ট অনুসারে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৭১ কোটি টাকা। বলে রাখা ভাল এই তালিকায় আছেন দীপকের ভাই।
দীপকের ভাই নবীন পারওয়ানি। পাকিস্তানি ধনী হিন্দুদের তালিকায় আছেন তিনি। পেশায় স্নুকার খেলোয়াড় নবীনের খ্যাতি বিশ্বজোড়া। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৬০ কোটি টাকা।