একবার কোর্টে দাঁড়ানোর চার্জ ৩০ লক্ষ টাকা! ভারতের সবচেয়ে দামী উকিলকে চেনেন?
credit:Getty Images
TV9 Bangla
ভারতের সবচেয়ে দামী উকিল বললেও খুব একটা ভুল বলা হবে না। শোনা যায় তিনি নাকি কেস লড়লে, জয় প্রায় নিশ্চিত। তাঁর ভয়ে কাঁপে বিপক্ষ। শোনা যায়, একেক বার সওয়াল করার জন্য মক্কেলের কাছ থেকে ৩০ লক্ষ টাকা অবধি নিয়ে থাকেন তিনি।
ভোডাফোন, আইডিয়া থেকে মুকেশ অম্বানি, ভারতের তাবড় তাবড় ব্যক্তিত্বরাও বিপদে পড়লে ছুটে যান তাঁর কাছে। তিনি হলেন আইনজীবি হরিশ সালভে।
এই আইনজীবি আবার পাকিস্তানের বন্দি থাকা কুলভূষণ যাদবকে ফিরিয়ে আনতে ভারত সরকারের থেকে মাত্র ১ টাকার বিনিময়ে কেস লড়েছিলেন। ২০১৭ সালে তাঁর বুদ্ধির জোরে আন্তর্জাতিক আদালতে নাস্তানাবুদ হয় পাকিস্তান।
অল্লু অর্জুন থেকে সলমন খান, তাঁরই মক্কেল। আবার মেহুল চোকসি বা বিজয় মালিয়ার মতো দেশের টাকা লুট করে পালিয়ে যাওয়া ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যাঙ্কের হয়ে মামলা লড়তেও ভরসা সেই সালভেই।
বাবা চাটার্ড অ্যাকান্টেন্ট, মা ডাক্তার। অভিজাত মারাঠী পরিবারে জন্ম হরিশের। দাদু দাপুটে ফৌজদারি আইনজীবী। নাগপুরে কলেজ থেকে পাশ করে একটি বেসরকারি সংস্থায় যোগ দেন। তারপর আর ফিরে তাকাতে হয়নি।
এ হেন আইনজীবিকে নিয়ে রয়েছে বিতর্কও। টেলিকম সংস্থা ভোডাফোনের বিরুদ্ধে ২০ হাজার কোটি টাকার জরিমানা করে ভারত সরকার। ভোডাফোনের হয়ে ওই কেস লড়েন হরিশ। হাইকোর্টে হারলেও জিতে যান সুপ্রিম কোর্টে।
সলমনকে দুই পথচারির উপরে গাড়ি চালানোর অপরাধে ৫ বছরের কারাদণ্ড দিলেও শেষে হরিশের সওয়ালের পর সেই আদেশ বাতিল করে বম্বে হাই কোর্ট।
আসলে আইনজীবি হিসাবে অত্যন্ত সফল হরিশ সালভে। তাঁর জ্ঞানের পরিধি এতটাই যে মাঝে মাঝে সুপ্রিম কোর্ট তাঁর থেকে পরামর্শ নেয়। সব মিলিয়ে ভারি বর্ণময় চরিত্র এই হরিশ সালভে।