31 January 2024
এই দুই উপাদানেই কোমর ছাড়িয়ে যাবে চুল
credit: istock
TV9 Bangla
১৮ থেকে ৫০ কমবেশি চুল পড়ার সমস্যায় ভোগেন। দিনে ১০০টা পর্যন্ত চুল পড়া স্বাভাবিক। এর বেশি চুল উঠলে সাবধান হওয়া জরুরি।
কখনও দেহে পুষ্টির ঘাটতি, কখনও কোনও রোগের লক্ষণ হিসেবে চুল পড়ে। আবার চুলের দেখভালে গলদ থাকলেও চুল পড়ার সমস্যা বাড়ে।
চুলের দেখভালের ক্ষেত্রে শুধু শ্যাম্পু-কন্ডিশনার ব্যবহার করলে চলে না। প্রয়োজন পড়ে সঠিক হেয়ার অয়েলেরও।
বাজারচলতি নামীদামি হেয়ার অয়েল ব্যবহার না করে শুধু নারকেল তেল মাখুন। তার সঙ্গে মিশিয়ে নিন ক্যাস্টর অয়েল।
নারকেল তেল চুলে পুষ্টি ও আর্দ্রতা জোগায়। এটি চুল ও স্ক্যাল্পের স্বাস্থ্য গঠনে বিশেষ ভূমিকা পালন করে। চুলকে নরম করে তোলে।
ক্যাস্টর অয়েল চুলের ফলিকলে পুষ্টি জোগায় এবং চুলকে ময়েশ্চারাইজ করে। এটি স্ক্যাল্পকে ফাঙ্গালের হাত থেকেও রক্ষা করে।
১ চামচ নারকেল তেলের সঙ্গে ১ চামচ ক্যাস্টর অয়েল মিশিয়ে নিন। এই তেল চুল ও স্ক্যাল্পে ভাল করে মালিশ করুন।
এই তেলের মিশ্রণ চুলে মেখে ৩০ মিনিট বসে থাকুন। এরপর শ্যাম্পু করে নিন। সপ্তাহে ১ দিন এই হেয়ার অয়েল ব্যবহার করলেই ফল পাবেন।
আরও পড়ুন