15 July 2024
রাস্তায় হঠাৎ বৃষ্টি? ফোনকে বাঁচাবেন কীভাবে?
credit: istock
TV9 Bangla
যখন তখন বৃষ্টি আছে। রাস্তায় বেরোলে সঙ্গে রাখতে হচ্ছে ছাতা, রেইনকোট। কিন্তু ফোন কীভাবে বাঁচাচ্ছেন বৃষ্টির হাত থেকে?
বর্ষাকালে গ্যাজেটের বিশেষ যত্ন নিতে হয়। জল পড়ে কিন্তু ফোনের বারোটা বাজতে বেশি সময় লাগে না। একবার জল ঢুকে গেলেই বিপদ।
বৃষ্টিতে ফোন ভিজলেই মুশকিল। আবার সেই ফোন সারাতে কয়েক হাজার টাকা খরচ। শুধু তাই নয়, ওই টাকায় নতুন ফোন চলে আসবে।
বর্ষাকালে ফোনের যত্ন নেওয়ার ক্ষেত্রে আপনাকে মানতে হবে কিছু নিয়ম। প্রথমত, সঙ্গে একটা প্লাস্টিক বা সিলিকন কভার রাখুন।
বৃষ্টি পড়লে সিলিকন কভারের ভিতর ফোন রেখে দিন। এতে বৃষ্টির জল ফোনে ঢুকবে না। ওয়াটারপ্রুফ কভারও ব্যবহার করতে পারেন।
প্লাস্টিক দিয়েও ফোন মুড়ে নিতে পারেন। কিন্তু এটা বেশি সুরক্ষিত নয়। এতে ফোনের স্পিকারে জল ঢুকে যাওয়ার সম্ভাবনা বেশি।
বৃষ্টির জলে যদি ফোন ভিজিয়েও যায়, তা সঙ্গে সঙ্গে পরিষ্কার করুন। নরম কাপড় দিয়ে ফোন মুছে নিন। ভিজে ফোন চার্জে বসাবেন না।
বজ্রপাত হলে ফোন বন্ধ করে দেওয়া উচিত। বজ্রপাত হলে যে কোনও ইলেক্ট্রনিক ডিভাইজসের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।
Learn more