18th January, 2025
মহাকুম্ভে এই যুবতীর চোখ নিয়ে পাগল সন্ন্যাসী থেকে পূণ্যার্থীরা! কেন?
Credit - X
TV9 Bangla
প্রয়াগরাজে চলতি মহাকুম্ভ থেকে প্রতিদিন কেউ না কেউ লাইমলাইটে আসছেন। এ বার নেটদুনিয়ায় ঝড় তুলেছেন এক মালা বিক্রেতা।
এই মালা বিক্রেতা আসলে এক তরুণী। নাম তাঁর মোনালিসা ভোঁসলে। তাঁর চোখ থেকে নজর ফেরানো দায়। কোথা থেকে মহাকুম্ভে এলেন তিনি?
সোশ্যাল মিডিয়ায় মোনালিসার সহজ, সরল মিষ্টি হাসির ছবি, ভিডিয়ো ভাইরাল হয়েছে। আর তাঁর চোখ নিয়ে চলছে সবচেয়ে বেশি আলোচনা।
মধ্যপ্রদেশের ইন্দোর থেকে মালা বিক্রি করতে প্রয়াগরাজে চলতি মহাকুম্ভে এসেছেন মোনালিসা ভোঁসলে। তাঁর সৌন্দর্য্যে সন্ন্যাসী থেকে পূণ্যার্থীরা।
মহাকুম্ভে মালা বিক্রি করতে এসে রাতারাতি মোনালিসা ভাইরাল হবেন ভাবেননি। সেখানে অনেকেই মোনালিসার কাছে এসে তাঁর সঙ্গে সেলফি তোলার আবদার করছেন।
এ ভাবে ভাইরাল হয়ে কেমন লাগছে মোনালিসার? এই প্রশ্ন তাঁর সামনে আসতেই তিনি জানান, এমনটা তাঁর মোটেও ভালো লাগছে না।
হঠাৎ করেই যে ভাবে লোকজন মহাকুম্ভে মোনালিসা ভোঁসলেকে খুঁজে তাঁর সঙ্গে ভিডিয়ো তুলছেন, সেলফি নিচ্ছেন, তাতে তিনি বিরক্তই হচ্ছেন।
নেটদুনিয়ায় ভাইরাল হওয়া আর এক ভিডিয়োতে মোনালিসা ভোঁসলেকে বলতে শোনা যায়, যেখানে যেখানে মেলা হয়, তিনি সেখানে মালা নিয়ে হাজির হন।
আরও পড়ুন