26th January, 2025
এই ৪ ভুলের কারণে বাড়িতে টেকে না টাকা! বলছেন চাণক্য
Credit -Pinterest, PTI
TV9 Bangla
আচার্য চাণক্য নিজের নীতিশাস্ত্রে জীবন সম্পর্কে নানা গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে গিয়েছেন। তার মধ্যে রয়েছে, বাড়িতে কোন ভুল করলে অর্থ থাকে না।
চাণক্যর মতে বেশ কিছু বাড়িতে আয় যতই হোক বা টাকা যতই আসুন না কেন, তা কিন্তু কোনওভাবেই বেশিদিন টেকে না।
আচার্য চাণক্য বলেছেন, ভুল উপায়ে উপার্জিত অর্থ যে বাড়িতেই আসবে, সেখানে সব সময় নানা সমস্যা লেগে থাকবে।
চাণক্যর কথা অনুযায়ী, যেসব ঘরে অবৈধভাবে উপার্জিত অর্থ আসে, সেখানে যেমন তা টেকে না, তেমনই সুখও সেই ঘরে আসে না।
আচার্য চাণক্যের মতে দেবী লক্ষ্মী সেই বাড়িতে থাকেন না, যেখানে সর্বদা ঝগড়া লেগে থাকে। সে বাড়িতে আর্থিক সমস্যা লেগেই থাকে।
যে সকল বাড়িতে ঈশ্বরের নাম নেওয়া হয় না, পুজো করা হয় না, সেই সকল বাড়িতে নানা সমস্যা লেগেই থাকে। একইসঙ্গে আর্থিক সমস্যাও গুরুতর হয়।
আচার্য চাণক্যের মতে বাড়িতে গুরুজনদের কখনও অপমান করা উচিত নয়। সাধু-সন্ন্যাসীদেরও অপমান করতে নেই। যে বাড়িতে এ কাজ করা হয়, সেখানে অর্থ টেকে না।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা তাঁদের ব্যক্তিগত মতামত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।
আরও পড়ুন