রাস্তায় টাকা বা কয়েন কুড়িয়ে পেয়েছেন? এটি শুভ না অশুভ সংকেত?
Credit -Canva, Meta AI, X
TV9 Bangla
রাস্তাঘাটে হঠাৎ করেই কেউ কেউ টাকা বা কয়েন কুড়িয়ে পান। যে ব্যক্তি রাস্তায় কয়েন বা টাকা পড়ে থাকতে দেখেন, তিনি তা তুলেও নেন।
রাস্তায় পড়ে থাকা অর্থ তুলে নিয়ে অনেকেই বাড়ি যান। এইভাবে রাস্তায় পড়ে থাকা টাকা বা কয়েন কি বাড়িতে নিয়ে আসা শুভ?
এমন অনেক ব্যক্তি রয়েছেন, যাঁরা রাস্তায় কুড়িয়ে পাওয়া অর্থ খরচ করেন। এটা করা কি ঠিক? কী বলছে বাস্তুশাস্ত্র?
রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা বা কয়েন শুভ বলে মনে করা হয়। এভাবে অর্থলাভ মানে ভালো কিছু ঘটতে পারে সেই ব্যক্তির সঙ্গে।
অনেকেই কুড়িয়ে পাওয়া অর্থ সাধারণত মন্দিরে দান করেন। কেউ আবার তা খরচও করেন। তবে সেই কুড়িয়ে পাওয়া অর্থ দিয়ে আসলে কী করা উচিত অনেকে জানেন না।
বাস্তুশাস্ত্র মতে, কুড়িয়ে পাওয়া অর্থ কাউকে দান করতে নেই। তা হলে সেই অর্থ দিয়ে কী করতে হবে? বাস্তুশাস্ত্র মতে, কুড়িয়ে পাওয়া অর্থ মা লক্ষ্মীর মূর্তি বা বাড়ির পুজোর জায়গায় রাখতে পারেন।
এ কাজ করলে কয়েক দিনেই অভাব কেটে যাবে বলা হয়। এও বলা হয় যে, কুড়িয়ে পাওয়া টাকা বা কয়েন খরচ করে ফেললে সেই ব্যক্তির বাড়তি খরচ হতে পারে।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র তথ্য থেকে প্রাপ্ত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।