25th June, 2025

কিছুতেই টাকা থাকছে না হাতে? মানি প্ল্যান্ট নিয়ে এই ভুলটা করছেন না তো?

TV9 Bangla 

Credit - Getty Images 

আজকাল কমবেশি প্রায় সকল ঘরে মানি প্ল্যান্ট দেখা যায়। এই গাছটি বাড়ির জন্য খুব ভালো। এটি বাড়ির সঠিক জায়গায় রাখলে সুখ, শান্তি ও সমৃদ্ধি বাড়ে।

আবার যদি দেখেন যে মানি প্ল্যান্ট বাড়িতে লাগানোর পরও হাতে টাকা থাকছে না। তখন ভেবে দেখতে পারেন, গাছটি লাগানোর সময় ভুল করেননি তো?

বাস্তুশাস্ত্র মতে মানি প্ল্যান্ট লাগানোর সঠিক নিয়ম রয়েছে। সঠিক দিকও রয়েছে। যখন কোনও ব্যক্তি তা মানেন না, তাতে টাকা আসার জায়গায় হাত ফাঁকা হতে পারে।

বাস্তুশাস্ত্র মতে, কখনও মানি প্ল্যান্ট উত্তর-পূর্ব দিকে রাখা ঠিক নয়। এমনটা করলে সেই বাড়ির সদস্যদের আর্থিক সমস্যার মুখে পড়তে হয়।

মানি প্ল্যান্ট বরাবর দক্ষিণ-পূর্ব দিকে লাগাতে হবে। ওই দিকটিকে ভগবান গণেশের দিক বলা হয়। তাই সেই দিকে মানি প্ল্যান্ট লাগানো হলে পরিবারে সুখ-সমৃদ্ধি বজায় থাকে।

বাস্তুশাস্ত্র অনুসারে মানি প্ল্যান্ট যখন বড় হয়, সেই সময় গাছটির লতা যেন মাটি না স্পর্শ করে। কারণ মানি প্ল্যান্টের লতা নীচে নামার অর্থ আর্থিক ক্ষতির সম্ভবনা রয়েছে।

ঘরের বাইরে মানি প্ল্যান্ট রাখবেন না। এ ছাড়া কাউকে মানি প্ল্যান্ট দেওয়া শুভ নয় বলে অনেকে মনে করেন। গাছটি লাগানোর সময় অতিরিক্ত মাটি ও জল দেবেন না।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।