10 JUL 2025

মানি প্ল্যান্ট নাকি স্নেক প্ল্যান্ট, ঘরে কোন গাছ রাখলে দ্রুত টাকা আসে?   

Credits:, Getty Images

TV9 Bangla

বর্তমানে ঘর সাজানোর পাশাপাশি অর্থ, সৌভাগ্য ও ইতিবাচক শক্তি টানার জন্য অনেকে বাস্তু শাস্ত্র অনুযায়ী গাছ রাখেন। জনপ্রিয় দুটি গাছ মানি প্ল্যান্ট এবং স্নেক প্ল্যান্ট। কোনটি অর্থ টানার দিক থেকে বেশি উপযোগী? বাস্তু শাস্ত্র কী বলে?

বাস্তু শাস্ত্র অনুযায়ী, মানি প্ল্যান্ট অর্থ, সমৃদ্ধি ও সৌভাগ্যের শক্তিশালী প্রতীক। এর পাতা পানপাতার মতো হওয়ায় এটি শ্রী ও লক্ষ্মীর সঙ্গে যুক্ত।

মানি প্ল্যান্ট ঘরের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। দক্ষিণ-পূর্ব কোণে রাখলে লক্ষ্মী প্রবেশের পথ তৈরি হয়। দাম্পত্য কলহ কমে, সম্পর্কের ভারসাম্য বজায় থাকে। বায়ু শুদ্ধ করে, নেতিবাচক শক্তি দূর করে।

জল দিয়ে রাখা মানি প্ল্যান্ট কখনো শুকিয়ে গেলে তা আর্থিক ক্ষতির ইঙ্গিত দিতে পারে। অপরের দেওয়া মানি প্ল্যান্ট বেশি শুভ। নিজের জন্য না কেনাই ভাল বলে বিশ্বাস।

শক্তিশালী নেতিবাচকতা রোধকারী স্নেক প্ল্যান্টকে অনেক সময় 'মাদার ইন-লজ টাং' বলেও ডাকা হয়। বাস্তু মতে এটি ঘরের শক্তিশালী নেগেটিভ এনার্জি ব্লকার।

এটি ঘরে একাধিক বিষাক্ত গ্যাস শোষণ করে। ঘরের উত্তেজনা, বিবাদ ও মানসিক অস্থিরতা কমায়। পূর্ব বা দক্ষিণ-পূর্ব কোণে রাখলে সুরক্ষা ও স্থিতিশীলতা আসে।

বাস্তু শাস্ত্র অনুসারে, অর্থ আকর্ষণের সরাসরি যোগ আছে মানি প্ল্যান্টের সঙ্গে। এটি সৌভাগ্য ও ধন-সম্পত্তির প্রতীক। অন্যদিকে, স্নেক প্ল্যান্ট রক্ষাকবচের মতো — অর্থহানি, ঝামেলা ও নেতিবাচক শক্তি দূর করে।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।