25 July 2024
বর্ষায় ত্বকের সমস্যায় ভুগছেন?
credit: istock
TV9 Bangla
বর্ষা এলেও গরম কমেনি। বরং, এই ঋতুতে বাতাসে আর্দ্রতা পরিমাণ এত বেশি থাকে যে, ত্বকের সমস্যাও বাড়তে থাকে।
বর্ষাকালে ত্বকে তেল চিটচিটে ভাব বাড়ে। ত্বকে চুলকানি, র্যাশ, অ্যালার্জি, ঘা নানা সমস্যা বাড়তে থাকে। এই অবস্থায় কী করবেন?
বর্ষাকালে ত্বকের সমস্যা এড়াতে রোজ নিয়ম করে দু'বার মুখ পরিষ্কার করুন। এতে ত্বক তেল, ময়লা জীবাণু মুক্ত থাকবে।
ময়েশ্চারাইজারের সঙ্গে আপোস করবেন না। বর্ষাকালে হালকা ও অয়েল-ফ্রি ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এতে ত্বক ভাল থাকবে।
টোনার দিয়ে ত্বক পরিষ্কার করে নিন। এতে ত্বকের থাকা মৃত কোষ, ব্ল্যাকহেডস পরিষ্কার হয়ে যায়। রোমকূপের মুখ পরিষ্কার হয়ে যায়।
বর্ষাকালে ত্বককে ভাল রাখতে ফেস সিরামও ব্যবহার করতে পারেন। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের অকাল বার্ধক্য প্রতিরোধ করবে।
আকাশ মেঘলা হলেও সানস্ক্রিন মেখে রাস্তায় বেরোতে হবে। সানস্ক্রিন সূর্যালোকের ক্ষতিকারক রশ্মির হাত থেকে ত্বককে রক্ষা করে।
সপ্তাহে একদিন হাইড্রেটিং ফেস মাস্ক ব্যবহার করুন। এতে ত্বকের কোমলতা বজায় থাকবে। পাশাপাশি ত্বকের সমস্যা এড়াতে পারবেন।
আরও পড়ুন