6 June 2024

চুল উঠে টাক পড়ে যাচ্ছে? এই পাতা মাখুন

credit: istock

TV9 Bangla

চুলে চিরুনি দিলেই মুঠো মুঠো চুল উঠছে। শ্যাম্পু বদলে, হেয়ার স্পা করিয়েও কোনও লাভ হচ্ছে না। কোনওভাবেই বন্ধ হচ্ছে না চুল পড়া।

এভাবেই দিনের পর দিন চুল উঠতে থাকলে টাক পড়ে যাবে—এই ভয় নিশ্চয়ই আপনিও পাচ্ছেন? চুল ঝরা বন্ধ করার উপায় কিন্তু রয়েছে।

চুল পড়া বন্ধ করতে পারে সজনে পাতা। শুনতে অদ্ভুত লাগছে? এই সজনে পাতার মধ্যেই লুকিয়ে রয়েছে স্বাস্থ্যোজ্জ্ব‌ল চুলের রহস্য।

সজনে গাছ থেকে 'মিরাকেল ট্রি'ও বলা হয়। যেহেতু এই গাছের পাতা থেকে শুরু করে ফুল, সবই পুষ্টিতে ভরপুর এবং স্বাস্থ্যের জন্য উপকারী।

সজনে পাতা চুলের জন্য ভীষণ উপকারী। সজনে পাতার মধ্যে থাকা ভিটামিন ও মিনারেল চুল পড়া কমাতে সাহায্য করে। চুলের বৃদ্ধি ঘটায়।

চুলের গোড়াকে মজবুত করতে সাহায্য করে সজনে পাতা। চুলের ফলিকলে পুষ্টি জোগায় এই উপাদান। স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে।

চুল পড়া কমানোর পাশাপাশি নতুন চুল গজাতেও সাহায্য করে সজনে পাতা। টাটকা পাতা কিংবা পাউডার দুটোই ব্যবহার করতে পারেন।

সজনে পাতা বেটে নিন। এর সঙ্গে নারকেল তেল মিশিয়ে হেয়ার মাস্ক বানিয়ে ফেলুন। এই চুল ও স্ক্যাল্পে ব্যবহার করলে উপকার পাবেন।