23 DEC 2024

পাকিস্তানকেও নাড়িয়ে দিল অম্বানি, গুগলের ডাটা সামনেই আসতেই হতভম্ভ সকলে

credit: Getty Images

TV9 Bangla

তিনি সব সময় আলোচনার কেন্দ্র বিন্দুতে থাকেন। তাঁর ছেলের বিয়ে হোক বা কোম্পানির নতুন কোনও সামগ্রী লঞ্চ, তাঁকে নিয়ে সব সময় কথা হচ্ছে।

তিনি হলেন মুকেশ অম্বানি। বিশ্বের ধনীতম ব্যাক্তিদের তালিকায় তিনি আছেন। দেশের মধ্যে সবেচেয়ে বেশি ব্যাক্তিগত সম্পত্তি রয়েছে তাঁর কাছেই।

এই বার সেই মুকেশ অম্বানির কান্ড দেখেই কি বা 'থ' গোটা পাকিস্তান। অবশ্য যা ঘটেছে তাঁর নিজের খুব একটা হাত নেই। এক ভাবে ভাবলে, তিনিই সবটা করেছেন।

সম্প্রতি বিশ্বের অন্যতম বড় সার্চ ইঞ্জিন গুগল একটি পাকিস্তান নিয়ে একটি ডাটা প্রকাশ্যে এনেছে। পাকিস্তানবাসী কোন ব্যাক্তি সম্পর্কে সবচেয়ে বেশি সার্চ করেছে।

সেই তথ্য সামনে আসতেই চক্ষু চড়ক গাছ। ডাটা সামনে আসতেই দেখা গিয়েছে পাকিস্তানবাসী সবচেয়ে বেশি সার্চ করেছে ভারতীয় ব্যবসায়ী মুকেশ অম্বানির সম্পর্কে।

খাইবার পাখতুনখোয়া, সিন্ধ, পঞ্জাব এবং ইসলামাবাদের লোকেরাই মুকেশ অম্বানি সম্পর্কে সবচেয়ে বেশিবার গুগলে সার্চ করেছে।

ব্লুমবার্গ বিলেনিয়র ইনডেক্স অনুসারে মুকেশ অম্বানির মোট সম্পত্তির পরিমাণ ৯০.৭ বিলিয়ন ডলার। বিশ্বের ধনীতম ব্যাক্তিদের তালিকায় ১৭ নম্বরে আছেন তিনি।

মুকেশ অম্বানি ছাড়াও ভারতের নানা বিষয় সার্চ করেছেন পাকিস্তানীরা। সেই তালিকায় আছে 'হিরা মন্ডি' ওয়েব সিরিজ, 'টুয়েলভ ফেল', 'অ্যানিমাল', 'স্ত্রী ২', 'মির্জাপুর' এবং 'বিগ বস'।