31 March, 2024

ত্বকের যত্নে সেরা মুলতানি মাটি

credit: istock

TV9 Bangla

গরম পড়তেই ত্বকে বেড়ে গিয়েছে তেলতেলে ভাব। ত্বকের তৈলাক্ত ভাব নিয়ন্ত্রণ করতে দুর্দান্ত কাজ করে মুলতানি মাটি। 

মুলতানি মাটি ত্বকের উপরিতলে জমে থাকা সমস্ত তেল, ময়লা, মেকআপ পরিষ্কার করে দেয়। ত্বককে টক্সিন মুক্ত রাখে মুলতানি মাটি।

ত্বক পরিষ্কার করতে মুলতানি মাটির ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। তৈলাক্ত ত্বকে মুলতানি মাটির ফেসপ্যাক উজ্জ্বলতা বাড়িয়ে তুলবে।

এক চামচ মুলতানি মাটির সঙ্গে হলুদ গুঁড়ো আর গোলাপ জল মিশিয়ে নিন। এবার এই ফেসপ্যাক মুখে ১৫ মিনিট মেখে বসুন। তারপর ধুয়ে ফেলুন।

ব্রণর সমস্যা মুলতানি মাটির সঙ্গে নিমপাতার গুঁড়ো, গোলাপ জল ও টি ট্রি অয়েল মিশিয়ে মুখে মাখুন। এই ফেসপ্যাক ব্রণর সমস্যা কমাবে।

হাত-পা থেকে ট্যান তুলতে মুলতানি মাটির সঙ্গে শসার রস মিশিয়ে মুখে মাখুন। এই ফেসপ্যাক ট্যান তুলে ত্বকে কুলিং এফেক্ট এনে দেবে।

ওটস ও দুধের সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে স্ক্রাব বানিয়ে নিন। এই বডি ও ফেস স্ক্রাব ত্বক থেকে মৃত কোষ পরিষ্কার করে দেবে।

দাগছোপ দূর করতে মুলতানি মাটির সঙ্গে হলুদ ও টমেটোর রস মিশিয়ে ত্বকে মাখুন। এই ফেসপ্যাক ডার্ক সার্কেলের সমস্যা দূর করে দেবে।