12 March 2024
এক্সটেনশন ছাড়াই নখ বাড়ানোর টিপস
credit: istock
TV9 Bangla
নখ বাড়ালে দেখতে লাগে বেশ ভাল, কিন্তু অনেকেরই নখ বাড়ে না। খুব তাড়াতাড়ি তা ভেঙে যায়। যদিও এখন অনেকেই এক্সটেনশন করান
তবে নখ না বাড়ার অনেক কারণ আছে। দাঁত দিয়ে নখ কাটা, বা পুষ্টির অভাব অথবা ভুল পদ্ধতিতে নখ কাটলে নখের বৃদ্ধি কমে যায়
রইল নখ বাড়ানোর সহজ কিছু টোটকা। দেখে নিন। প্রতি দিন এক ফালি লেবুর টুকরোতে নারকেল তেল নিয়ে নখে ঘষতে পারেন। রোজ এমনটা করলে এতে নখ ভাঙবে না
রক্ত সঞ্চালনের কারণেও আমাদের নখ খুব ধীরে ধীরে বৃদ্ধি পায়। এই ক্ষেত্রে অলিভ অয়েল কাজ করে ম্যাজিকের মতো। ৫ মিনিট ম্যাসাজ করলেই হবে
হ্যান্ড ক্রিম নিয়ম করে ব্যবহার করুন। এতে হাত শুষ্ক হবে না আর নখও ভাঙবে না
তিল তেলও খুব ভাল কাজ করে। এই তেল দিয়ে ম্যাসাজ করলেও কিন্তু নখ বাড়বে
আর্য়ুবেদিক উপাদান অশ্বগন্ধা নখ বাড়ানোর ক্ষেত্রে সহায়ক। এই প্রাকৃতিক উপাদান রক্ত সঞ্চালন বাড়িয়ে তোলে, যার ফলে নখ বৃদ্ধি পায়
ব্রাক্ষী, শতাবরির মতো উপাদান নখের বৃদ্ধিতে সাহায্য করে। হার্বাল চায়ের অ্যান্টি অক্সিডেন্টও নখ বাড়াতে সাহায্য করে
আরও পড়ুন