24 January 2024
লিপ বাম শেষ? ফাটা ঠোঁটের যত্নে যা করবেন
credit: istock
TV9 Bangla
শীতকালে সবচেয়ে বেশি ভোগায় ঠোঁট ফাটার সমস্যা। ফাটা ঠোঁট যেমন বেদনাদায়ক, তেমনই মুখের সৌন্দর্যের কেড়ে যায়।
ঠোঁট শুকিয়ে গেলে অনেকে অজান্তেই ঠোঁটে বারবার জিভ বোলাতে থাকেন। এতে সাময়িক আর্দ্রতা ফিরলেও ঠোঁটে আরও অস্বস্তি বাড়ে।
ঠোঁটকে মোলায়েম রাখতে গেলে নিয়মিত পেট্রোলিয়াম জেল ব্যবহার করতে হয়। তবে, লিপ বাম ছাড়াও আপনি ঠোঁটের যত্ন নিতে পারেন।
প্রাকৃতিক ভাবে ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে মধু। রাতে ঘুমোতে যাওয়ার আগে ঠোঁটের উপর মধুর প্রলেপ লাগিয়ে নিন।
ঠোঁটের যত্নে লিপ বামের বদলে নারকেল তেল লাগাতে পারেন। এতে থেকে ফ্যাটি অ্যাসিড ঠোঁটকে নরম রাখে এবং ফাটতে দেয় না।
ঠোঁটের দেখভালে কাজে আসে অ্যালোভেরা জেল। ফাটা ঠোঁটের প্রদাহ কমাতে এবং আর্দ্রতা জোগাতে অ্যালোভেরা জেল মাখুন।
ঠোঁটে শসার রস লাগালে জ্বালাভাব ও শুষ্কতা হাত থেকে রক্ষা পাবেন। ঠোঁটের কালচে রঙ দূর করতেও সহায়ক শসার রস।
গ্রিন টি খাওয়ার পর টি ব্যাগ ফেলবেন না। এতে ঠোঁটের উপর রাখুন। এতে ফাটা ঠোঁটের প্রদাহ কমে যাবে এবং ত্বক ভাল থাকবে।
আরও পড়ুন