25 January 2024
নাছোড়বান্দা খুশকি তাড়াবেন কীভাবে?
credit: istock
TV9 Bangla
শীতকালের খুব কমন সমস্যা খুশকি। কিন্তু একবার খুশকির সমস্যা ধরে নিলে আর কোনওভাবেই এর থেকে পিছু ছাড়ানো যায় না।
খুশকি হল এক প্রকার ফাঙ্গাল ইনফেকশন। স্ক্যাল্প যত শুষ্ক হবে, ফাঙ্গাস চেপে ধরবে। দেখা দেবে খুশকি। বাড়বে চুলকানির সমস্যা।
খুশকির সমস্যা থেকে মুক্তি পেতে গেলে অ্যান্টি-ডানড্রফ শ্যাম্পু ব্যবহার করতে হবে। তার সঙ্গে কাজে লাগান ঘরোয়া টোটকা।
নারকেল তেলের সঙ্গে লেবুর রস মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি স্ক্যাল্পে লাগিয়ে মালিশ করুন। ২০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন।
৫০ মিলি আমন্ড অয়েলের সঙ্গে ২ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে স্ক্যাল্পে মালিশ করুন। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন।
২ চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ১০-১৫টি তাজা নিম পাতা বেটে নিন। এই মিশ্রণটি স্ক্যাল্পে লাগিয়ে নিন। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন।
২ চামচ ভেজানো মেথি দানা বেটে নিন। এর সঙ্গে ১/২ চামচ অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে স্ক্যাল্পে লাগান। আধ ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন।
পাকা কলা ম্যাশ করে নিন। এতে লেবুর রস ও মধু মিশিয়ে হেয়ার মাস্ক বানিয়ে নিন। এটি স্ক্যাল্প ও চুলে লাগিয়ে ৩০ মিনিট রাখুন। শ্যাম্পু করে নিন।
আরও পড়ুন