পালানোর পথ খুঁজে পাবে না দুষ্টু ইঁদুর, শুধু এই কাজগুলো করুন
TV9 Bangla
Credit - Getty Images
ইঁদুরের উৎপাতে জীবর অতিষ্ঠ! আর নেই চিন্তা, এমন দুই ঘরোটা টিপস জেনে নিন যাতে ইঁদুর আর পালানোর পথ পর্যন্ত পাবে না।
আটার সঙ্গে মিশিয়ে নিন বিস্কুটের গুড়ো। সঙ্গে ঝাল লঙ্কার গুড়ো। সঙ্গে গুড়ো করা চিনি। সবই নিতে হবে সমান পরিমাণে।
শেষে একটু ঘি মিশিয়ে নিন। কারণ ঘিয়ের গন্ধে ইঁদুর সহজেই আকৃষ্ট হয়। শেষে সামান্য জল দিয়ে মিশিয়ে নিন। তবে খুব বেশি জল দেবেন না।
প্রথমে একটা বড় সাইজের লাড্ডু তৈরি হবে। তারপর তা থেকে ছোট ছোট করে গোল্লা পাকিয়ে বেশ কিছু লাড্ডুর মতো বল তৈরি করে নিন।
যে সমস্ত জায়গায় ইঁদুরের উপদ্রব রয়েছে সেই সমস্ত জায়গায় এই বলগুলিকে দিয়ে দিন। যে জায়গায় ইঁদুর ঢোকে, বা সাধারণত বেশি আসে সেই জায়গায় দিয়ে দিন।
এই বল খাওয়ার পর ইঁদুরের যা অবস্থা হবে আপনি ভাবতেই পারছেন না। সোজা কথায় পালাবার পথ পাবে না। একটা ইঁদুরও আর বাড়িতে থাকবে না।
তবে দেখতে হবে এই বলগুলি খাওয়ার পর ইঁদুর যেন কোনওভাবেই জল না খেতে পারে। তাই যে জায়গায় এই বলগুলি দেবেন তার চারাপাশে তো জল যাতে না থাকে সেটা দেখতে হবে।
ইঁদুর আবার চাল-গম এসব খেতে খুবই ভালবাসে। তাই একটু চাল নিয়ে বেকিং সোডা আর গুড়ো চিনি মিশিয়ে নিন। ছেঁড়া খবরের কাগজে তা রেখে দিন। ইঁদুর খেলেই আপনার কেল্লাফতে!