24 July 2024

দুই উপাদানে পালাবে ব্রণ, চকচকে হবে মুখ

credit: istock

TV9 Bangla

বর্ষাকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকে। এর জেরে ত্বকের সমস্যা বাড়ে। বিশেষত, ত্বকের টেক্সচার পরিবর্তন হয়ে যায়।

বর্ষাকালে ত্বকে অ্যালার্জি, শুষ্কভাব, ব্রণর মতো নানা সমস্যা দেখা দেয়। এসব সমস্যা থেকে মুক্তি দিতে নিম আর অ্যালোভেরা।

নিম ও অ্যালোভেরা ত্বককে জীবাণু ও দূষণের হাত থেকে সুরক্ষিত রাখে। ত্বকের একাধিক সমস্যা কমাতে সহায়ক এই দুই উপাদান।

নিম ও অ্যালোভেরার মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে, যা ত্বককে সারাবছর পরিষ্কার রাখে। 

নিম ও অ্যালোভেরার যুগলবন্দি ত্বককে অত্যধিক তেল নিঃসরণ নিয়ন্ত্রণ করে। এর জেরে ব্রণর সমস্যা এড়ানো যায়। প্রদাহও কমে।

অ্যালোভেরার মধ্যে জলের ঘনত্ব রয়েছে। অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ এই উপাদান ত্বককে হাইড্রেট ও ময়েশ্চারাইজড রাখে।

ত্বককে সংক্রমণের হাত থেকে রক্ষা করে নিম ও অ্যালোভেরা। এটি ত্বককে এক্সফোলিয়েটও করে। ত্বকের হাজারো সমস্যার সমাধান করে।

নিমের তেল বা নিম পাতা বাটার সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে ত্বকের উপর লাগান। ১০-১৫ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন।