আপনার হাতে কেন টাকা থাকে না? নিম করোলি বাবা বলছেন...
Credit - X
TV9 Bangla
নিম করোলি বাবার বানী অনেকে মানেন। তাঁকে হনুমানজির অবতার বলেও অনেকে বিশ্বাস করেন। কেউ কেউ আবার তাঁকে হনুমানজির পরম ভক্তও বলেন।
নিজের সরল জীবন এবং আধ্যাত্মিক শিক্ষার মাধ্যমে তিনি মানুষকে পথ দেখিয়েছেন। এবং নানা বিষয় নিয়ে নিজের মত জানিয়েছেন।
নিম করোলি বাবা তিন ধরনের মানুষের কথা বলেছেন, যাঁদের হাতে কখনও অর্থ সেভাবে থাকে না। এই তালিকায় কারা পড়েন জানেন?
যে ব্যক্তিরা নিজেদের চেহারার জন্য অর্থ অপচয় করেন, তাঁরা কখনও ধনী হতে পারেন না। তাঁদের হাতে অর্থ থাকে না।
নিম করোলি বাবা জানিয়েছেন, যে সকল ব্যক্তি পার্থিব সুখের জন্য লোভী হন, তাঁরা কখনও ধনী হতে পারেন না। তাঁদের হাতে অর্থ দীর্ঘস্থায়ী হয় না।
যে সকল ব্যক্তি অনেক সময় অর্থের মূল্য না বুঝে জলের মতো খরচ করেন, সেই সকল ব্যক্তির হাতে টাকা টেকে না। পরে অর্থ কষ্ট হয়।
নিম করোলি বাবা জানান, হিংসা বা অন্যায়ের মাধ্যমে অর্জিত সম্পদ কখনও স্থায়ী হয় না। যাঁরা কল্যাণ বা সাহায্যের জন্য অর্থ দান করেন, লক্ষ্মী দেবী তাঁদের আশীর্বাদ দেন।
নিম করোলি বাবার মতে, কঠোর পরিশ্রম ও সততার মাধ্যমে অর্জিত সম্পদ কোনও ব্যক্তির জন্য প্রকৃত সম্পদ। এই অর্থ চিরকাল স্থায়ী হয়।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা তাঁদের ব্যক্তিগত মতামত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।