12th January, 2025

জীবনে খারাপ সময় আসছে বুঝবেন কীভাবে? নিম করোলি বাবা বলেছেন...

Credit - X

TV9 Bangla

নিম করোলি বাবা এক জনপ্রিয় সাধক। যাঁর জীবন দর্শন ও বানী আজও লক্ষ লক্ষ মানুষ অনুসরণ করেন। তিনি জীবনের বিভিন্ন দিক নিয়ে গভীরভাবে চিন্তা করেছিলেন।

জীবনে কখন উত্থান ও পতন ঘটবে সে বিষয়েও অনেকবার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। নিম করোলি বাবার মতে যখন জীবনে খারাপ সময় আসে, সেই সময় ভিন্ন ভিন্ন লক্ষণ দেখা দিতে শুরু করে।

বেশ কিছু লক্ষণগুলো দেখা দিলেই আমাদের বিবেক বা মনের অবস্থা প্রতিফলিত গয়। এই লক্ষণগুলি দেখা গেলেই ব্যক্তির সতর্ক হওয়া উচিত।

কোনও ব্যক্তি কীভাবে বুঝবেন যে জীবনে খারাপ সময় আসছে? এ বিষয়ে নিম করোলি বাবা জানিয়েছিলেন, যখন মন অস্থির থাকে, দুশ্চিন্তা বেড়ে যায় এবং ঘুমের সমস্যা হয়, তখন কিছু খারাপ সময় আসতে চলেছে এমনটা বোঝা যায়।

নিম করোলি বাবার মতে, খারাপ সময় আসার আগে প্রায়ই অদ্ভুত বা ভয়ের স্বপ্ন আসে। এই স্বপ্নগুলো যে কোনও ব্যক্তির মনে গভীর উদ্বেগের প্রতিফলন ঘটায়।

নিম করোলি বাবার মতে, জীবনে খারাপ সময় আসার আভাস দেয় শারীরিক অসুস্থতাও। যখন কোনও ব্যক্তি কোনও কারণ ছাড়াই অসুস্থ হয়ে পড়ে, তা হলে সেটি মোটেও ভালো লক্ষণ নয়।

অনেক সময় কোনও ব্যক্তির বিবেক আগাম খারাপ সময় আসছে বলে সতর্কবার্তা দেয়। এটি এক ধরনের অভ্যন্তরীণ জ্ঞান। যা কোনও ভাবেই উপেক্ষা করা ঠিক নয়।

নিম করোলি বাবার মতে, কোনও ব্যক্তির চারপাশের মানুষ বা পরিস্থিতিতে হঠাৎ পরিবর্তন আসা খারাপ সময়ের লক্ষণ হতে পারে। জীবন এমন পরিবর্তন ঘটলে সতর্ক হওয়া প্রয়োজন।  

(বিঃ দ্রঃ - এই প্রতিবেদনটি কেবল জ্যোতিষ শাস্ত্র বিষয়ক পাওয়া তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই বিষয়ে টিভি ৯ বাংলা ডিজিটালের কোনও নিজস্ব মতামত নেই।)