এই ৫ লক্ষণ দেখলেই বুঝবেন ঘুরছে ভাগ্যের চাকা, বলেছেন নিম করোলি বাবা
Credit - Pinterest
TV9 Bangla
ভারতের অত্যন্ত আলোচিত সাধকদের মধ্যে একজন নিম করোলি বাবা। তাঁর নানা বাণী সারা বিশ্বের অনেকের জীবন বদলে দিয়েছে।
ভারতবর্ষ মহান সাধু এবং ঋষিদের দেশ। তাঁদের দর্শন পাওয়ার জন্য প্রচুর মানুষ ভিড় জমান। আর তেমনই একজন আধ্যাত্মিক সাধু হলেন নিম করোলি বাবা।
কেউ কেউ তাঁকে হনুমানজির পরম ভক্ত বলে থাকেন। নিম করোলি বাবা জানিয়েছেন, কোন লক্ষণ দেখলে বোঝা যাবে বদলাচ্ছে ভাগ্য।
নিম করোলি বাবার মতে, বাড়ির দরজায় পাখি দেখা গেলে তা সুখের লক্ষণ বলে ধরা হয়। তাঁর মতে, কোনও ব্যক্তি স্বপ্নে যদি পাখি দেখেন, সেটিকেও শুভ বলা হয়ে থাকে।
নিম করোলি বাবার বলেছিলেন, স্বপ্নে যদি কেউ পূর্বপুরুষদের দেখেন, তা হলে সেটিতে জীবনে এক শুভ লক্ষণ বলে ধরা হয়।
তাঁর মতে, কোনও ব্যক্তি যদি অন্তরের কণ্ঠস্বর শুনতে পান, তেমন সময় ধরা হয় ঈশ্বর সেই ব্যক্তিকে সাহায্য করার জন্য এসেছেন। তাই অন্তরের কণ্ঠস্বর সত্যর পথ নির্দেশ করে।
স্বপ্নে যদি কেউ কোনও সাধুকে দেখেন, তখন সেই ব্যক্তির ভাগ্য বদলে যায়। নিম করোলি বাবা জানিয়েছেন যে, গুণী ব্যক্তি বা সাধুকে স্বপ্নে দেখা শুভ।
নিম করোলি বাবার বলেছিলেন, যদি কোনও ব্যক্তি আবেগপ্রবণ হয়ে মন্দিরে চোখের জল ফেলেন, তাহলে বুঝতে হবে তাঁর জীবনে ভালো সময় আসছে। এটি শুভ লক্ষণ বলে ধরা হয়।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা তাঁদের ব্যক্তিগত মতামত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।