17th February, 2025
সময়ের অপচয় করলে জীবনে কী ঘনিয়ে আসে? নিম করোলি বাবা বললেন...
TV9 Bangla
Credit - Canva, Pinterest
সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়... সত্যিই সময় বড়ই দ্রুতগতিতে বদলে যায়। কেউ সময়ের অপচয় করলে পরে সমস্যায় পড়েন।
সময়মতো কাজ না করলে পরে পস্তাতে হয়। বড়রা যে কারণে জানান, সময়ের কাজ সময়ে করে নেওয়াই শ্রেয়। না হলেই বিপদ।
মহান গুরু নিম করোলি বাবা জীবন সরল ভাবে কাটানোর জন্য নানা কথা বলেছিলেন। সেখানে তিনি এও জানান যে, সময়ের অপচয় করা মোটেও ভালো নয়।
নিম করোলি বাবা বলেছিলেন, 'কেউ জীবনে সময়ের অপচয় করবেন না, তার পূর্ণরূপে ব্যবহার করুন।' এমনটা করলে জীবনে সুখ আসবে।
জীবনে বর্তমান সময়টাকে ভালো করে উপভোগ করতে হবে। বর্তমান সময়েই বাঁচতে হবে। এবং সময়কে যথাযথ গুরুত্ব দিতে হবে।
একবার বর্তমান সময়টা চলে গেলে তা ফিরে পাওয়া যাবে না। ফলে যতদিনই বাঁচবেন, সেটাকে উপভোগ করতে হবে। এমনটাই বলেছেন নিম করোলি বাবা।
ঈশ্বরের নাম (যেমন- রাম রাম) নিয়ে মনকে শান্ত রাখতে পারেন। তা হলে জীবনে আসবে শান্তি। এ কথাও বলেছেন নিম করোলি বাবা।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা তাঁদের ব্যক্তিগত মতামত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।
আরও পড়ুন