Neem Karoli Baba image

1st February , 2025

শত্রুর সঙ্গে কী করা উচিত? উপদেশ দিলেন নিম করোলি বাবা

Credit - Pinterest

TV9 Bangla

image
নিম করোলি বাবার বাণী মানেন এমন লোকের অন্ত নেই। অনেকে মনে করেন তিনি হনুমানজির অবতার। কারও কারও বিশ্বাস তিনি হনুমানজির পরম ভক্ত।

নিম করোলি বাবার বাণী মানেন এমন লোকের অন্ত নেই। অনেকে মনে করেন তিনি হনুমানজির অবতার। কারও কারও বিশ্বাস তিনি হনুমানজির পরম ভক্ত।

জীবদ্দশায় এক অতি সরল জীবন যাপন করেছেন নিম করোলি বাবা। নিজের আধ্যাত্মিক শিক্ষার মাধ্যমে প্রচুর মানুষকে পথ দেখিয়েছেন তিনি।

জীবদ্দশায় এক অতি সরল জীবন যাপন করেছেন নিম করোলি বাবা। নিজের আধ্যাত্মিক শিক্ষার মাধ্যমে প্রচুর মানুষকে পথ দেখিয়েছেন তিনি।

নিম করোলি বাবা বরাবর বলতেন, সকলকে ভালোবাসতে হবে। তাঁর কথায়, 'ঈশ্বরের নাম নিয়ে তাঁদেরও ভালোবাসতে হবে, যাঁরা তোমায় কষ্ট দেয়।'

নিম করোলি বাবা বরাবর বলতেন, সকলকে ভালোবাসতে হবে। তাঁর কথায়, 'ঈশ্বরের নাম নিয়ে তাঁদেরও ভালোবাসতে হবে, যাঁরা তোমায় কষ্ট দেয়।'

তাঁর মতে, সবকিছুই খুব গুরুত্বপূর্ণ। ঈশ্বরের প্রতি ভালোবাসা থাকা জরুরি। যে কোনও ব্যক্তির মধ্যে ঈশ্বরকে খুঁজতে পারেন।

নিম করোলি বাবার মতে যদি ঈশ্বরকে খুঁজতে চান, তা হলে নিজের ইচ্ছেকে দমন করতে হবে। ইচ্ছে মনে বাসা বেঁধে থাকে।

অতি সহজ ভাষায় নিম করোলি বাবা বলতেন, যাঁকে একবার গুরু মনে করবেন, তাঁর মধ্যে ঈশ্বর রয়েছে, সেটায় বিশ্বাস করতে হবে।

ভারতের অন্যতম জনপ্রিয় গুরু ও যোগী নিম করোলি বাবার কথা অনুযায়ী, শত্রুকেও ভালোবাসা দিয়ে দেখা যেতে পারে। কে বলতে পারে স্বভাব যদি বদলে যায়!

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা তাঁদের ব্যক্তিগত মতামত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।