Neem Karoli baba pic

15th February,  2025

জীবনের আসল সত্যি ঠিক কখন জানা যায়? নিম করোলি বাবা বললেন...

TV9 Bangla

image

Credit - Canva, X

নিম করোলি বাবার বাণী অনেকে অক্ষরে অক্ষরে মেনে চলেন। তাঁকে অনেকে হনুমানজির অবতার বা হনুমানজির পরম ভক্তও বলেন।

নিম করোলি বাবার বাণী অনেকে অক্ষরে অক্ষরে মেনে চলেন। তাঁকে অনেকে হনুমানজির অবতার বা হনুমানজির পরম ভক্তও বলেন।

ভারতে যে সকল সাধকদের নিয়ে আলোচনা হয়, তাঁদের মধ্যে অন্যতম একজন নিম করোলি বাবা। তাঁর বলে যাওয়া নানা কথা মেনে অনেকে ভালো ফল পেয়েছেন।

ভারতে যে সকল সাধকদের নিয়ে আলোচনা হয়, তাঁদের মধ্যে অন্যতম একজন নিম করোলি বাবা। তাঁর বলে যাওয়া নানা কথা মেনে অনেকে ভালো ফল পেয়েছেন।

জীবনের আসল সত্যিটা কী? তা জানতে চান অনেকেই। এ নিয়ে নিম করোলি বাবা জানিয়েছিলেন তাঁর নিজস্ব ভাবনার কথা।

জীবনের আসল সত্যিটা কী? তা জানতে চান অনেকেই। এ নিয়ে নিম করোলি বাবা জানিয়েছিলেন তাঁর নিজস্ব ভাবনার কথা।

নিম করোলি বাবার মতে, কোনও এক ব্যক্তি জীবনের আসল এবং অনেক সত্যিটা জানতে পারেন যখন সেই ব্যক্তি দুঃখ পান।

মানুষ যে সময় যন্ত্রণায় থাকেন, সেই সময় জীবনের আসল এবং অনেক শক্তি চোখের সামনে ফুটে ওঠে। একথাও জানিয়েছেন নিম করোলি বাবা।

এ ছাড়া যে সময় মানুষ অসুস্থ থাকে, তখন ভাবনাচিন্তা বেড়ে যায়। ফলে ওই সময় অনেকে জীবনের আসল সত্যি অনুধাবন করতে পারেন।

নিম করোলি বাবার কথায়, দুঃখ পাওয়া, যন্ত্রণায় থাকা, অসুস্থ থাকার পাশাপাশি কেউ যদি কোনও দাহ কাজ দেখেন, সেই সময় জীবনের অনেক সত্যি জানতে পারেন।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা তাঁদের ব্যক্তিগত মতামত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।