বর্ষাকাল মানেই স্যাঁতস্যাঁতে আবহাওয়া। ফলে এই সময়ে ত্বকেও আর্দ্রতা বাড়ে এবং নানা সংক্রমণ হয়।
বর্ষাকালে ব্রণ, ফুসকুড়ি, ফোঁড়ার মতো ত্বকের নানা সমস্যা বাড়ে। এগুলি প্রতিরোধে দারুণ কার্যকরী নিম।
নিম গাছের পাতা থেকে ডাল, প্রতিটি অংশ দারুণ উপকারী। নিমে অ্যান্টি-ব্যকটেরিয়াল ও অ্যান্টি-ফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে, যা ত্বকের জন্য খুব কার্যকরী।
নিম কেবল ব্রণ, ফুসকুড়ি ও সংক্রমণ প্রতিরোধ করে না, ত্বকের জেল্লা ফেরাতে ও ত্বকের স্বাস্থ্যের উন্নতিতে নিম খুব উপকারী।
নিম পাতা দিয়ে জল ফুটিয়ে সেই জলে স্নান করতে পারেন, ত্বকের সংক্রমণ ও ফোঁড়া দূর হবে। এছাড়া তুলো দিয়ে নিম পাতার জল মুখে লাগান, ব্রণ-ফুসকুড়ি দূরে থাকবে।
নিম পাতা পেস্ট করে তার মধ্যে সামান্য হলুদ, মুলতানি মাটি অথবা চন্দন গুঁড়ো ও গোলাপ জল মিশিয়ে ফেসপ্যাক করে মুখে লাগান। ত্বকের অনেক সমস্যা দূর হবে।
শরীরের সামগ্রিক ত্বকের স্বাস্থ্য রক্ষায় নিমের সাবান ব্যবহার করুন। বর্ষায় এই সাবান খুব উপকারী। বাড়িতেই নিম পাতা পেস্ট করে সাবানের বেসে মিশিয়ে এটা বানাতে পারেন।
নিম পাতার পাশাপাশি নিম গাছের ছাল পেস্ট করে মুখে লাগাতে পারেন। এটা পিগমেন্টেশন, পিম্পলস-সহ ত্বকের অনেক সমস্যা খথেকে মুক্তি দেয়।