vastu tips
insomnia 3

31 August 2024

এই ৫ সাদা জিনিস মাটিতে পড়লে জীবন হবে ছাড়খার

credit: istock

image

TV9 Bangla

vastu tips (1)

বাস্তুদোষের কারণে আপনার জীবনেও অন্ধকার নেমে আসতে পারে। বাড়িতে সুখে-শান্তি বজায় রাখতে চাইলে বাস্তুমতে ঘর সাজান।

vastu tips (2)

অনেক সময় ভুলবশত হাত থেকে নানা জিনিস মাটিতে পড়ে যায়। কিছু জিনিস আছে, যেগুলো মাটিতে পড়া একেবারেই শুভ নয়।

vastu tips (3)

বাস্তুশাস্ত্র মতে, এমন কিছু জিনিস আছে, যেগুলো মাটিতে পড়ে গেলে আপনার জীবনে বিপদ নেমে আসবে, সেগুলো কী-কী জেনে নিন।

হাত থেকে চাল মাটিতে পড়ে যাওয়া একেবারেই শুভ নয়। হাত থেকে চাল পড়ে গেলে কোনও অপ্রীতিকর অশুভ ঘটনার খবর পেতে পারেন।

যদি হাত থেকে নুন পড়ে যায় তাহলে তা অশুভ। এই ধরনের ঘটনা আর্থিক সংকটের সঙ্কেত দেয়। জীবনে নেতিবাচক শক্তির সঞ্চার ঘটে।

হাত থেকে চিনি মাটিতে পড়ে যাওয়া একেবারেই ভাল বিষয় নয়। সনাতন ধর্মে ঈশ্বরকে প্রসাদ হিসেবে চিনি দেওয়া হয়। তাই সাবধান থাকুন।

জ্যোতিষশাস্ত্রে হাত থেকে দুধ পড়াকেও অশুভ বলে মনে করা হয়। হাত থেকে দুধ পড়ে যাওয়ার অর্থ হল সন্তানের জীবনে সমস্যা নেমে আসে।

হাত থেকে নারকেল পড়ে যাওয়া একেবারেই শুভ নয়। এই ধরনের ঘটনা ঘটলে আপনার কর্মজীবন বা কেরিয়ারে সমস্যা আসতে পারে।