সকলেরই সুন্দর থাকার ইচ্ছে থাকে। তাই শীত-গ্রীষ্ম কিছু না কিছু মেনেই চলেছেন। ঘরোয়া বা বাজারচলতি পণ্য বা ইন্টারনেট, সকলেই সবকিছু করছেন নিজের ত্বকের ধরন না বুঝে।
লাভের চেয়ে ক্ষতি করে ভ্যাসলিন। শীতকালে ত্বককে হাইড্রেট রাখতে এর কোনও জুডি নেই। শুধু তাই নয়, ত্বকের কাটাছেঁড়া বা পোকামাকড়ের কামড়ের ক্ষত সারাতেও ভ্যাসলিন ব্যবহার করা হয়।
কিন্তু মুখে ব্রণ থাকলে কখনও ভ্যাসলিন ব্যবহার করবেন না। তাতে ব্রণর প্রবণতা দ্বিগুণ করে তোলে। তাই ভ্যাসলিন ব্যবহার করার আগে সাবধান।
মুখের জন্য ফেস ক্রিম, শরীরের ত্বকের জন্য বডি লোশন ব্যবহার করাই শ্রেয়। কারণ শরীরের ত্বকের চেয়ে মুখের ত্বক অনেক বেশি নরম সংবেদনশীল।
এছাড়া শরীরের ত্বক অনেক পুরু হয়। বডিলোশন ব্যবহার করার আগে তাই একবারে মাথা রাখা উচিত।
গোটা শীতকাল গরম জল দিয়ে স্নান করেছেন, আবারঅনেকে সারাবছর স্নানের সময় গরম জল ব্যবহার করেন। গরম জল কখনও মুখে লাগাবেন না। ত্বক আরও শুষ্ক করে তোলে।
ইন্টারনেটে ভিডিয়ো দেখে অনেকেই ব্রণ শুকিয়ে ফেলার জন্য টুথপেস্ট ব্যবহার করেন। এই ভুল জীবনে করবেন না। ত্বকে জ্বালাভাব বাড়িয়ে তোলে। এমনকি ত্বক পুড়েও যেতে পারে।
ত্বকের মৃতকোষ দূর করার জন্য বেকিং সোডার ব্যবহার করে থাকলে সাবধান। বিশেষজ্ঞদের মতে, ত্বকের ক্ষতি ও আর্দ্রতা নষ্ট করে এই উপকারী উপাদান।