23 NOV 2024

মানুষ ট্রাম্পকে তো চেনেন, প্রাণীকে ট্রাম্পকে দেখেছেন কখনও?  

credit: Getty Images

TV9 Bangla

ডোনাল্ড ট্রাম্পকে এখন প্রায় সবাই চেনেন। সবে মাত্র দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হয়ে সাদা বাড়িতে গিয়েছেন তিনি। কিন্তু সেতো মানব ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ডোনাল্ড ট্রাম্প নামে এই প্রাণীটিকে চেনেন?  

সম্প্রতি এক বিশেষ ধরনের মথের খোঁজ মিলেছে। বিজ্ঞানীরা সেই মথের নাম রেখেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে। যদিও নাম রাখার সময় তিনি ছিলেন প্রেসিডেন্ট পদ প্রার্থী।

মথটি ক্যালিফোর্নিয়ার একটি পতঙ্গ সংগ্রহশালায় সংরক্ষণ করে রেখেছেন বিজ্ঞানীরা। ডোনাল্ড ট্রাম্পের নামেই তার বিজ্ঞানসম্মত নাম রাখা হয়েছে 'ne'।

ক্যানাডায় বসবাসকারি পতঙ্গ বিশেষজ্ঞ এবং গবেষক ভাজরিক নাজারি প্রথম এই বিশেষ প্রজাতির মথটির সন্ধান পান ক্যালিফোর্নিয়ায়।

মথটির সোনালি রঙের পাখা দেখেই ভাজরিকের ডোনাল্ড ট্রাম্পের কথা মনে হয়। ঠিক যেন ডোনাল্ড ট্রাম্পের সোনালি চুলের মতোই দেখতে। তাই তার নাম রাখেন   'নিওপালপা ডোনাল্ডট্রাম্পই'।

মেক্সিকো, ক্যালিফোর্নিয়ার দক্ষিণ অংশ, বাজা ক্যালিফোর্নিয়ার শুকনো মরুভূমিতে এবং ছোট টিলা জাতীয় অঞ্চলে এই বিশেষ ধরনের মথ দেখতে পাওয়া যায়।

বর্তমানে এই বিশেষ প্রজাতির মথ  খুব বেশি নেই। নিওপালপা ডোনাল্ডট্রাম্পি মথের এক বিশেষ প্রজাতি, যা আকারে একটু ছোট হয়।

বিজ্ঞানীরা জানিয়েছেন মাইক্রো মথ বা মথের ছোট প্রজাতি যারা, তারা সাধারণত তৃণভোজী হয়। গাছের পাতা খেয়ে বেঁচে থাকে এরা। বিজ্ঞানীদের ধারণা এই নতুন প্রজাতির মথটিও গাছের পাতা খেয়েই জীবিকা নির্বাহ করে।