19 JAN 2025

হতাশায় ভুগছেন? মুক্তি পেতে চাইলে মানুন নিম করোলি বাবার এই বাণী

credit: PTI

TV9 Bangla

বাবা নিম করোলির কোটি কোটি ভক্ত। দেশ ছাড়িয়ে বিদেশেও বিস্তৃত তাঁর ভক্তকুল। অনেকের বিশ্বাস তিনি হনুমানের অবতার ছিলেন।

নিম করোলি বাবার কেনচি ধাম আশ্রমে প্রতিদিন হাজার হাজার ভক্ত আসেন। তাঁর মৃত্যুর পরে জনপ্রিয়তায় কোনও খামতি পড়েনি।

এখানে এসে স্বস্তি পান তাঁর ভক্তরা। বিশ্বাস বাবার কৃপায় নাকি তাঁর ভক্তদের সব দুঃখ, কষ্টের অবসান। নিজের ভক্তদের দুঃখ দেখতে পারেন না বাবা নিম করোলি।

বিষন্নতায় আক্রান্ত ব্যাক্তিদের বাবা নিম করোলি ৩টি জিনিস করার পরামর্শ দিয়েছেন। তাঁর মতে তিনটি কাজ করলেই মূহুর্তের মধ্যে দূর হবে বিষন্নতা।

বাবা নিম করোলি বলেন অতীত নিয়ে খুব বেশি চিন্তা করা উচিত নয়। বিশেষ করে সেই অতীত যদি আপনার হতাশার কারণ হয় তাহলে সে সম্পর্কে কথা বলা উচিত নয়।

চারিদিকে যখন হতাশা বিরাজ করে তখন ভক্তির পথ হল তা থেকে মুক্তির একমাত্র উপায়। ঈশ্বর পারেন সেই হতাশা থেকে মুক্তি দিতে, তাঁর আশির্বাদ পেতে এটা করা প্রয়োজন।

বাবা নিম করোলির মতে, প্রেম ছাড়া মানুষ, পশু-পাখি সকলের জীবন অসম্পূর্ণ। ভালোবাসাই হল জীবনের মূল ভিত্তি, সুখের চাবিকাঠি।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা তাঁদের ব্যক্তিগত মতামত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।