24 February 2024
চুলকানি থেকে র্যাশ—সমাধান ওটমিল
credit: istock
TV9 Bangla
ওজন, কোলেস্টেরল, সুগার লেভেল কমাতে অনেকেই ওটস খান। এই একই উপাদান ত্বকের অ্যালার্জি হাত থেকে বাঁচায়, জানতেন?
স্বাস্থ্যের জন্য ওটমিল দারুণ উপকারী। একইভাবে, এই উপাদান ত্বকেরও যত্ন নেয়। ত্বকের একাধিক সমস্যা কমায় ওটমিল।
চুলকানি, সান বার্ন, সোরিয়াস, একজিমার মতো ত্বকের সমস্যা কমাতে সহায়ক ওটমিল। এটি ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে।
শুষ্ক ত্বকের যত্ন নেয় ওটমিল। ওটমিল ত্বকের উপরিতলে ময়েশ্চারের স্তরকে বজায় রাখে এবং ত্বককে ময়েশ্চারাইজ করে।
ওটস ত্বককের উপরিতলে জমে থেকে মরা চামড়া, ময়লা, টক্সিন উপাদান পরিষ্কার করে দেয়। এটি ত্বকে এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে।
সংবেদনশীল ও শুষ্ক ত্বকের উপর দুর্দান্ত কাজ করে ওটস। একইভাবে, তৈলাক্ত ত্বকে সেবাম উৎপাদনকে নিয়ন্ত্রণ করে ওটমিল।
ওটমিলের অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান ত্বককে চুলকানি, র্যাশ ও লালচে ভাবের হাত থেকে বাঁচায়। স্নানের সময় ওটস ব্যবহার করুন।
ওটসে অল্প জল মিশিয়ে স্ক্রাব বানিয়ে নিন। এবার এটি গায়ে ভাল করে ঘষে নিন। এরপর স্নান করে নিলেই ত্বকের সব সমস্যা ধুয়ে যাবে।
আরও পড়ুন