এক কড়িতেই ঘুচবে অর্থকষ্ট! শুক্রবার অবশ্যই মানুন এই নিয়ম
TV9 Bangla
Credit - Canva, Pixabay, Meta AI, Getty Image
বৃহস্পতিবারকে লক্ষ্মীবার বলা হয়। তবে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, শুক্রবার দেবী লক্ষ্মীর আরাধনা করা খুব শুভ এবং ফলপ্রসূ হয় বলে মনে করা হয়।
ওই দিনে দেবী লক্ষ্মীকে একটি জিনিস নিবেদন করলে তাঁকে খুশি করা যায়। তার জন্য নানা উপায়ও অবলম্বন করা হয়।
এর মধ্যে একটি হল শুক্রবার দেবী লক্ষ্মীকে কড়ি অর্পন করা। বলা হয় প্রদোষ কালে সকলের লক্ষ্মী দেবীর পুজো করা উচিত।
এ বার প্রশ্ন হল প্রদোষ কাল কখন? সূর্যাস্ত থেকে তার পরের দু'ঘণ্টা পর্যন্ত সময় হল প্রদোষ কাল। এই সময় ভক্তিভরে লক্ষ্মীদেবীর আরাধনা করলে ফল মেলে।
প্রদোষ কালে লক্ষ্মীদেবীকে কড়ি অর্পন করলে বাড়ি ভরবে ধন সম্পদে। শুক্রবার দেবী লক্ষ্মীকে কোড়ি নিবেদন করলে আর্থিস সমস্যা শেষ হয়।
মা লক্ষ্মীকে শুক্রবার কড়ি নিবেদন করলে সম্পদ অর্জনের পথ খোলে। শুধু তাই নয়, ধন-সম্পত্তির পাশাপাশি যে ব্যক্তি শুক্রবার লক্ষ্মীদেবীকে কোড়ি দেন, তাঁর পারিবারে সুখ আসে। কেরিয়ারে উন্নতি হয়।
যদি কোনও ব্যক্তি প্রতি শুক্রবার এই কাজ করেন, তা হলে শীঘ্রই ফল মেলে। কমক্ষেত্রে পদমর্যাদা বাড়ে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী লক্ষ্মী দেবীকে কোড়ি অর্পন করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদও পাওয়া যায়।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা ধর্মীয় বিশ্বাস থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।